কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, এরই মধ্যে ফের বৃষ্টির ভ্রুকূটি!

কলকাতা: বছরের শুরুতেই ফিল্ডে নেমেছে শীত৷ নিউ ইয়ারে বেশ ভালোই শীতের পরশ উপভোগ করেছে শহরবাসী৷ কনকনে হাওয়ায় জমে উঠেছিল চড়ুইভাতি, নিউ ইয়ারের ট্রিপ৷ বৃহস্পতিবার দাপট…

Winter weather in Bengal

কলকাতা: বছরের শুরুতেই ফিল্ডে নেমেছে শীত৷ নিউ ইয়ারে বেশ ভালোই শীতের পরশ উপভোগ করেছে শহরবাসী৷ কনকনে হাওয়ায় জমে উঠেছিল চড়ুইভাতি, নিউ ইয়ারের ট্রিপ৷ বৃহস্পতিবার দাপট বাড়িয়ে আরও নামল পারদ৷ উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও পড়েছে জাঁকিয়ে শীত৷ কিন্তু, এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকূটি৷ ভিজতে পারে বেশ কয়েকটি জেলা৷ (Winter weather in Bengal)

ফের বৃষ্টির পূর্বাভাস Winter weather in Bengal

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন আসবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া একই রকম থাকবে। এই ক’দিন বেশ ভালোই শীত মালুম হবে৷ তবে ৭ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হালকা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের ৪ জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার৷ তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷  ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে৷ 

   

কাঁপছে দিল্লি Winter weather in Bengal

এদিকে ক্রমেই অবনতি হচ্ছে দিল্লির আবহাওয়া৷ হাড় কাঁপানো ঠান্ডায় কাবু রাজধানী৷ ঘন কুয়াশার সঙ্গে দূষণ, রাজ্যের বায়ুমণ্ডলকে বিষিয়ে তুলেছে৷ দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, শহরের কিছু অংশে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। বায়ুর গুণমান সূচক (AQI) ‘ অত্যন্ত খারাপ’ হয়ে গিয়েছে৷ যা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছে৷ 

কুয়াশার পরিস্থিতির জেরে পলাম এলাকায় মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে৷ দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রার ২ ডিগ্রি সেন্টিগ্রেড নেমে গিয়েছে৷ এর উপর ঘণ্টয় ৮-১২ কিমি গতিতে পশ্চিমী হাওয়া বইছে৷ 

West Bengal: Winter has arrived in Bengal with colder temperatures and rain in the forecast. Discover how the weather will evolve in North and South Bengal over the next few days.