হঠাৎ উধাও শীত! কবে কামব্যাক? আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

mercury falls in west bengal
mercury falls in west bengal

কলকাতা: কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে৷ কিন্তু, কোথায় শীত? শীতের দাপুটে ইনিংসে আচমকাই লেগেছে ব্রেক৷ মকর সংক্রান্তি থেকেই উল্টো পথে হাঁটা শুরু করেছে শীত৷ উধাও কনকনে হাওয়া। মঙ্গলবার কলকাতায় রাতের তাপমাত্রা পৌঁছেছে ১৬ ডিগ্রির ঘরে। আগামী পাঁচ দিন আবহাওয়ার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ চলতি মরশুমে শীতের কামব্যাক কি সম্ভব? তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে পারে৷  আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবাহাওয়া মূলত শুষ্কই থাকবে৷ তবে বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যাবে৷ 

মকর সংক্রান্তিতে শীত উধাও Winter weather forecast for Kolkata

ফি বছর মকর সংক্রান্তিতে বেশ কনকনে ঠাণ্ডা থাকে৷ তবে চলতি বছর সেই ছবি দেখা যায়নি৷ ফলে শীতের ফেরা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৬০ শতাংশ।

   

উত্তরের আবহাওয়া কেমন? Winter weather forecast for Kolkata

আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রায় বডসড় পরিবর্তন আসবে না৷ আগামী ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার একই রকম থাকবে। তবে উত্তরবঙ্গে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে৷ সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস৷ বৃষ্টির পূর্বাভাস নেই৷ 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন