ফের ফিরছে শীত? সঙ্গে আসছে বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের

কলকাতা: জানুয়ারির শেষ লগ্নেও মিসিং শীত! পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পেয়ে ব্যাকফুটে চলে যাওয়া শীত কি ফের কামব্যাক করতে পারবে? প্রশ্ন এখন সেটাই৷ গত কয়েক দিনে…

winter weather forecast

কলকাতা: জানুয়ারির শেষ লগ্নেও মিসিং শীত! পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পেয়ে ব্যাকফুটে চলে যাওয়া শীত কি ফের কামব্যাক করতে পারবে? প্রশ্ন এখন সেটাই৷ গত কয়েক দিনে রাজ্যজুড়ে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে৷ রাতের তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের থেকে বেশি৷ আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, আগামী কয়েক দিনে কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। শুরু হবে শীতের আরও একটা ইনিংস৷ তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। (winter weather forecast)

short-samachar

   

গত কয়েক দিন ধরেই সকালের দিকে কুয়াশা থাকছে৷ শনিবারও জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় সকালের আকাশ কুয়াশায় ঢাকা পড়বে৷ 

পশ্চিমি ঝঞ্ঝার কারণে বার বার বাধা পেয়েছে উত্তুরে হাওয়া৷ যার জেরে মাঘেই ফিকে হয়েছে শীতের আমেজ৷ তবে রবিবার থেকে ফের উত্তুরে হাওয়া প্রবেশের পথ প্রশস্থ হচ্ছে৷  পরবর্তী দু’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। গত এক সপ্তাহে বীরভূম, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। শীতের কনকনে ভাব একেবারেই ফিল করা যাচ্ছিল না৷ শনিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন বদল না এলেও, রাত পোহালেই ঘুরে যেতে পারে খেলা৷