কলকাতা: মাঘ পড়ে গিয়েছে৷ কিন্তু কোথায় হাড় কাঁপানো শীত? পশ্চিমি ঝঞ্ঝার ঝাপটায় সেই যে পিছু হঠেছে, এখনও তার ফেরার নাম নেই৷ কনকনে হাওয়া উধাও৷ বরং লাগাতার বাড়ছে দিন-রাতের তাপমাত্রা। গত দু’দিন ধরেই স্বাভাবিকের চেয়ে খানিকটা উপরে রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা৷ তবে সপ্তাহান্তে মাঘের শীত ভালো মতো টের পাওয়া যেতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷
কনকনে শীত উধাও winter impact on south and north bengal
দক্ষিণবঙ্গের জেলাগুলি শীত থাকলেও, তা হাড় কাঁপানো নয়। এমনকী পশ্চিমের জেলাগুলি থেকেই উধাও জাঁকিয়ে শীত৷ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের জেলাগুলিতে শীত সে ভাবে কামর না বসালেও, কুয়াশার দাপট বজায় থাকবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ঘন কুয়াশা দেখা যাবে৷ তবে একটাই স্বস্তি৷ আপাতত দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।
উত্তরের আবহাওয়া
দক্ষিণে শীত মার খেলেও, উত্তরবঙ্গে বেশ হাড়কাঁপানো শীত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা না থাকলে, ধুন্ধুমার ব্যাটিং চলত৷ ঝঞ্ঝার কারণে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী। আজ, বৃহস্পতিবার ও আগামীকাল, অর্থাৎ শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদা জেলায়। যার জেরে দৃশ্যমানতা কমে যাবে৷
কিছু জেলায় ফিরছে শীত winter impact on south and north bengal
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে আগামী কয়েক দিনে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় কিছুটা ঠান্ডা পড়বে৷ সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে৷
আগামী ১৮ জানুয়ারি, শনিবারের পর থেকে ফের উত্তুরে হাওয়া প্রবেশের পথ তৈরি হবে৷ কবে তাতে বিশেষ লাভ হবে না৷ কারণ, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবারই৷ ফলে উত্তুরে হাওয়া কতখানি দাপট দেখাতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷