মানবিকভাবে ও রাজনৈতিকভাবে যোগ্য বঞ্চিতদের পাশে থাকব, বার্তা ব্রাত্যের

কলকাতা: রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ দিন একাধিকবার নিশ্চিত করেছেন যে, রাজ্য…

will stand by the deserving deprived says bratya basu

কলকাতা: রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ দিন একাধিকবার নিশ্চিত করেছেন যে, রাজ্য সরকার বঞ্চিতদের পাশে থাকবে। তাঁর কথায়, “মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব, শুধু ভরসা রাখুন।” 

এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে, তিনি এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বিরোধীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা এক চক্রান্ত। রাজ্য সরকার সর্বত্মকভাবে বঞ্চিতদের পাশে থাকবে।”

   

ব্রাত্য বসু বলেন, “মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমি তার পুনরাবৃত্তি করব। যোগ্যদের বঞ্চনা হবে না। আমরা তাঁদের সঠিকভাবে পাশে থাকব। আমরা রাজনৈতিক এবং মানবিকভাবে তাঁদের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করব।”

Advertisements

ব্রাত্য আরও বলেন, ‘‘আপনারা বলছেন এক দলের বেতন ফেরত দেওয়া হবে, এক দলের ফেরত দেওয়া হবে না, এটা তো সুপ্রিম কোর্টের রায় দেখে বলছেন। এসএসসির তথ্যের উপর বলছেন। আপনারা যে বলছেন, এসএসসি যোগ্য-অযোগ্য ভাগ করতে পারেনি, তা ঠিক নয়। হয়তো বলতে পারেন, কোর্ট সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি।”

এ দিনই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, “আইনি দিক থেকে বিষয়টি যথাযথভাবে যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” তবে ব্রাত্য বসু এও বলেন, “যদি এসএসসি আমাদের কাছ থেকে আইনি সহায়তা চায়, আমরা তা দেব, তবে সেটা আইনি পরামর্শের ভিত্তিতে হবে।”

অপরদিকে, বিকাশ ভবনে চাকরি বাতিলের প্রতিবাদে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী আন্দোলন করেছেন। এক বিক্ষোভকারী বলেন, “রাজ্য সরকারের অকারণ উদাসীনতার কারণে সুপ্রিম কোর্টের এই রায় হয়েছে। এখন হাজার হাজার শিক্ষকের জীবন সংকটে। রাজ্য সরকারকে অবশ্যই এর পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং যোগ্যদের পুনরায় চাকরিতে ফিরিয়ে আনতে হবে।”

শেষে ব্রাত্য বসু শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেই ব্যাখ্যার উপর বিশ্বাস রাখুন। রাজ্য সরকার বঞ্চিতদের পাশে থাকবে।”

West Bengal faces teacher dismissal crisis as Supreme Court verdict affects 26,000 educators. Minister Bratya Basu and CM Mamata Banerjee assure support for affected individuals. SSC recruitment process under legal review amidst political controversy