কোনো হামলা নয় আজ। মনের আনন্দে ফুটবল খেলছে জঙ্গলমহলের বুনো হাতি। নিজের মনে দাঁতালের এমন ফুটবল খেলার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক। ফের হাতি নিয়ে শিরোনামে পশ্চিম মেদিনীপুরের (Paschim medinipur) চাঁদড়া এলাকা।
জেলার সদর ব্লকের চাঁদড়া অঞ্চলে হাতি খেলছে ফুটবল এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই দাঁতাল হাতির স্কোয়ার পাস, থ্রু পাস এবং ব্যাক পাস দেখতে ভিড় জমান আশেপাশের এলাকাবাসী। তাদের সামনেই বল নিয়ে কারিকুরি দেখাতে থাকে বুনো হাতি।
সম্প্রতি এই চাঁদড়া এলাকায় খাবারের খোঁজে এফসিআই গোডাউনে হামলা চালিয়েছিল বুনো দাঁতাল হাতি রামলাল। গোডাউনে ঢুকে শুঁড় দিয়ে শাটার ভেঙে বস্তা বস্তা চাল নিমেষে সাবাড় করে দিয়েছিল সেই দাঁতাল। পরে বনদপ্তর কর্মীদের চেষ্টায় ফের জঙ্গলে ঢুকে পড়েছিল দাঁতাল রামলাল। এবার সেই চাঁদড়ায় দাঁতালের ফুটবল খেলা দেখা গেল।
বন বিভাগের তরফে এলাকাবাসীকে বারবার সতর্ক করা হয়েছে, দাঁতালের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও কোনো অবস্থায় তাকে উত্যক্ত না করা। দাঁতাল হাতি কোনো কারণে বিরক্ত হলে ভয়াবহ ঘটনা ঘটাতে পারে।