কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, সামনে এল বিরাট তথ্য

কে হতে চলেছেন ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী, অনেক জল্পনা চললেও নরেন্দ্র মোদীর দিকে যে পাল্লা ভারী সেই নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু এনডিটিভির সূত্র ধরে জানা…

modi

short-samachar

কে হতে চলেছেন ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী, অনেক জল্পনা চললেও নরেন্দ্র মোদীর দিকে যে পাল্লা ভারী সেই নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু এনডিটিভির সূত্র ধরে জানা গিয়েছে যে বুধবার সন্ধেবেলা এনডিএর যে বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এনডিএর এই দুই শরিককে এইদিন পাশে নিয়ে বৈঠক করেন মোদী। এই বৈঠকের সভাপতিত্ব করেন জেপি নাড্ডা। এনডিটিভির সূত্র ধরে জানা গিয়েছে এই দুই শরিক দল তাঁদেরকে লিখিত সমর্থন দিয়েছেন এবং বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের আর্জি জানাতে পারে এনডিএ জোট।

   

প্রসঙ্গত চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দলের মিলিত আসনের সংখ্যা ২৮। যা সরকার গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুধবার সকাল পর্যন্ত অনেক অঙ্ক কষা চলছিল, কোন দিকে যেতে চলেছে দিল্লির কুর্সির ভবিষ্যৎ, সেই নিয়ে শুরু হয়েছিল বিস্তর কাঁটাছেড়া। কিন্তু দিন যতই এগোতে শুরু করে ততই স্পষ্ট হয়ে ওঠে দিল্লির মদনসে কে বসতে চলেছেন। যদিও এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয়েছে, সেখানে উপস্থিত আছে ২৭টি দলের প্রতিনিধিরা। কিন্তু সেই বৈঠক শেষে কী আসবে কোনও সুরাহা? সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

এনডিএ সূত্রের দাবি, বৈঠকে স্থির হয়েছে, বুধবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানোর পর শুক্রবার মোদীকে এন়ডিএ-র সংসদীয় দলনেতা হিসাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী।