রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) যোগদান বঙ্গ বিজেপিকে (West Bengal BJP) বিরাট ধাক্কা দিয়েছে। তৃণমূল সূত্রে খবর, এখনও ১৩ জন বিধায়ক দলবদলের আগ্রহ প্রকাশ করে অপেক্ষা করছে। তৃণমূলের এই দাবিতে নয়া আতঙ্ক তৈরি হয়েছে গেরুয়া শিবিরে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে দলবদল প্রশ্নের মুখে ফেলতে চলেছে গেরুয়া শিবিরকে৷ তবে কী এবার উত্তরবঙ্গেই ভাঙন ধরতে চলেছে?
আরও পড়ুন: Suvendu Adhikari: সুমনের দলবদলে অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিধায়কের সংখ্যা ছিল ৭৭৷ এরপর দুই জন জয়ী প্রার্থী আসন ছেড়ে দেওয়ায় সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৫ এ। এরপর একে একে দলবদল করেছেন মুকুল রায়, তন্ময় ঘোষ, কৃষ্ণ কল্যাণী সহ ৬ জন৷ যার ফলে বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা ৬৯ এ ঠেকেছে৷ আগামী দিনে আরও ১৩ জন বিধায়ক দলবদল করলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ৫৬ তে। দলত্যাগী সংখ্যা আগামী দিনে বাড়া মানেই কেন্দ্রের নেতাদের প্রশ্নের মুখে পড়তে হবে সুকান্ত-শুভেন্দুদের৷
কারণ, লোকসভা নির্বাচনে এবার বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। মেয়াদ বৃদ্ধি হতেই বঙ্গ সফরে দলের নেতাদের বিশেষ টোটকা দিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপরেই পঞ্চায়েত নির্বাচনের আগে বিধায়কদের দলবদল মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে অন্য ছবি তৈরি করতে পারে বলে মনে করছেন দিল্লির নেতারা।
বিজেপি বিধায়কদের দলবদল নিয়ে শাসক পক্ষকে নাস্তানাবুদ করতে কম কসুর করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সুমন কাঞ্জিলাল দলবদল করতেই আরও একবার হুঙ্কার দেন তিনি৷ পাল্টা শুভেন্দুর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতারা। অভিষেকের খোল দরজা দিয়ে বিধায়কের সংখ্যা বাড়বে বলতেই তালিকা নিয়ে শোরগোল পড়ে গেছে মুরলীধর সেন লেনে।