কারা মমতার আসল ভোটার? শ্রীরামপুরে সুকান্তর চাঞ্চল্যকর দাবি!

কলকাতা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বাধা দিলে ‘গুলি চলবে’ বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

“হিম্মত থাকলে শ্রীরামপুরে এসে গুলি করুক”, বলে খোলা ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন কল্যাণ। শনিবার কল্যানের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেই বাইক চালিয়ে শ্রীরামপুরে পৌঁছলেন সুকান্ত। কল্যানের গড়ে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

   

এসআইআর (SIR) হলে শাসকদলের “মৃত-ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী তে ভর্তি ভোটব্যাংক ফাঁস হয়ে যাবে। তাই ওরা বিরোধিতা করছে”, বলে এদিন দাবী করলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন তিনি ফের বলেন, “ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশন দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করার কথা উল্লেখ করেছে। বিরোধীরা এই নিয়ে নানান কথা বলছে।” 

তাঁর দাবী,  কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল হুমকি দিচ্ছে তা অস্বাভাবিক! এখান থেকেই আমার প্রশ্ন, তৃণমূল এত কঠোরভাবে এসআইআরের বিরোধিতা কেন করছে? এর অর্থই হল, যত ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ও পরিযায়ী ভোটাররাই হল মমতার ভোটব্যাংক”।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘চ্যলেঞ্জ’ গ্রহণ করে শ্রীরামপুরে পৌঁছেছেন বলে উল্লেখ করেন সুকান্ত। তিনি বলেন, “দেশের স্বাধীনতার জন্য বহু বীর শহীদ হয়েছেন, আমাদের তো সেই সৌভাগ্য হয়নি”। তিনি আরও বলেন, “তৃণমূলের নেতা, সাংসদ, বিধায়করা রক্তগঙ্গা বইবে বলে হুমকি দিচ্ছে। আমি দেখতে চাই সুকান্তর বুকে মারার জন্য তৃণমূলের কাছে কত গুলি আছে!”

প্রসঙ্গত, নভেম্বরে রাজ্যে এসআইআর হওয়ার সম্ভাবনা সামনে আসতেই রাজ্যের নির্বাচন কমিশনের দফতরে মিছিল করার সময় তৃণমূলের বেশ কয়েকজন সসদ্যকে আটক করে পুলিশ। এর প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে “আগুন নিয়ে খেলবেন না” বলে হুঁশিয়ারি দেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন