কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে? জানুন লেটেস্ট আপডেট

আষাঢ় মাস পড়ে গেলেও দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এখন তাদের কাছে একটাই প্রশ্ন যে বর্ষা কবে আসছে। যদিও হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে, আর মাত্র…

Indian girl suffering from heat stroke

আষাঢ় মাস পড়ে গেলেও দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এখন তাদের কাছে একটাই প্রশ্ন যে বর্ষা কবে আসছে। যদিও হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে, আর মাত্র ২-৩ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু। সবকিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশ করে যাবে। চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।  

Advertisements

যখন চড়া রোদে নাজেহাল হচ্ছিল দক্ষিণবঙ্গবাসী ঠিক সেই সময় দুইদিন ধরে মেঘলা পরিবেশ ছিল সেখানে। আর তাতেই কষ্টের মুখমুখি হতে হয়েছে দক্ষিণবঙ্গের মানুষদের। তবে দিন তিনেকের মধ্যে কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিতেছে আহাওয়া দফতর। কলকাতার আবহাওয়াকলকাতায় মেঘলা আকাশ থাকবে। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে।

   

আজ পেট্রোল ও ডিজেলের দাম কত? জানুন ট্যাঙ্ক ভর্তি করার আগেই

বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার জন্য ঝমঝমিয়ে বৃষ্টির এখনই তেমন সুখবর কিছু নেই। ভাল বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও ৪ দিন। আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তাপমাত্রায় এর থেকে বেশি কোনও পরিবর্তন হবে না। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। ২৩ জুনের পর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।