কলকাতা: সুপ্রিম কোর্টের (SC) নির্দেশে অবশেষে ‘চাল’ আর ‘কাঁকড়’ আলাদা করতেই হল রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে (SSC)। শনিবার ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সেই ‘কাঁকড়’ দের তালিকা প্রকাশ করলেও তা ‘অসম্পূর্ণ’ বলে মধ্য শিক্ষা পর্ষদ সহ শাসকদলকে একহাত নিয়েছে বিরোধীরা। “কোর্টে বলেছিল ৫৪৮৫ জন, হয়ে গেল ১৮০৪?”
প্রকাশিত দাগি শিক্ষক তালিকায় শুধুমাত্র নাম আর রোল নাম্বার! স্কুলের নাম, বিষয় কেন উল্লেখ করা নেই? প্রশ্ন তুলে এক্স (X)-এ সরব সিপিআই (এম) (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে তাঁর সরাসরি কোপ, “দাগি তৃণ নেতা কারা? কে কত টাকা দিয়েছে? আর কারা টাকা নিয়েছে? লুটের টাকা ফেরত কবে? কে তাঁর উত্তর দেবে?”
বস্তুত, শনিবার দিনভর অপেক্ষার পর রাত ৯ টা নাগাদ অবশেষে ওয়েবসাইটে দাগিদের নামের তালিকা (Tainted ist) প্রকাশ করে SSC। তালিকায় থাকা বহু নামের সঙ্গে তৃণমূলের যোগাযোগের হদিশ মেলে। ইতিমধ্যেই সামনে এসেছে রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম। জলচকের অঞ্চল সভাপতি অজয় মাঝি, খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিক ও তাঁর স্ত্রীয়েরও নাম রয়েছে বলে জানা গিয়েছে।
টাকা দিয়ে, র্যাঙ্ক জাম্প করে ‘চাকরি পাইয়ে’ দেওয়ানো নিয়ে গোড়া থেকেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তালিকা প্রকাশের পর “দাগি আর তার মাথাদের কলার ধরে জেলে ঢোকানো হবে কবে?” প্রশ্ন তুলেছেন সুজন। উল্লেখ্য, ২৮ তারিখ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিজ্ঞপ্তির মাধ্যমে দাগিদের তালিকা প্রকাশের কথা জানায় স্কুল সার্ভিস কমিশন। শনিবার রাত প্রকাশিত তালিকায় আসে ১৮০৪ জনের নাম। তবে তাঁদের স্কুল এবং বিষয়ের কোনও উল্লেখ নেই তালিকায়।