রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির ‘মুখ’ রেখা পাত্র। বৃহস্পতিবার সকালেই আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই রেখাকে কথা বলতে দেখা যাচ্ছে। শুধু রেখা পাত্রই নন, তাঁর পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশখালির আরও এক আন্দোলনকারিণী মাম্পি দাসও। যদিও ওই ভাইরাল ভিডিও-ওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭.কম।
ভিডিও প্রকাশ্যে আসার পরই সরব তৃণমূল। রাজ্য়ের শাসক দলের তরফে অভিযোগ যে, রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগ করিয়ে আদতে বাংলা তথা সন্দেশখালির মা-বোনেদেরই অপমান করছে গেরুয়া দল।
আরও পড়ুন- CV Ananda Bose: অবশেষে প্রকাশ্যে রাজভবনের সেদিনের ফুটেজ! কী রয়েছে সেখানে?
এসবের মধ্যেই বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে বারাসত আসেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীও। সেখানেই রেখাকে ভাইরাল ভিডিও নিয়ে বার বার প্রশ্ন করা হলেও একটি প্রশ্নেরও জবাব দেননি সন্দেশখালির প্রতিবাদী ‘মুখ’ রেখা।
অন্যদিকে ভাইরাল ভিডিও সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রেখা পাত্রের মতো দলিত পরিবারের, তফসিলি পরিবারের এক জন গরিব মেয়েকে পিসি আর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের। ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। এটা গরিবের সঙ্গে চোরেদের লড়াই। এই লড়াইয়ে গরিব জিতবে, রেখা পাত্র জিতবে।’