বেলদা: পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকা শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী রইল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে ঢুকে পড়ে একটি SUV গাড়ি, মুখোমুখি সংঘর্ষ হয় লরির সঙ্গে। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির চার আরোহী।
আচমকাই নিয়ন্ত্রণ হারায় SUV
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল গাড়িটি। রানিসরাইয়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে SUV টি চলে যায় উল্টো দিকের লেনে। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড গতির মুখোমুখি সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যায়।
দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, মৃতদের দেহ উদ্ধার করতে গ্যাস কাটার আনতে হয়৷ গাড়ি কেটে বার করে আনা হয় দেহগুলি। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
আরও এক দুর্ঘটনা আরামবাগে, দুই বাইক আরোহীর মৃত্যু West Medinipur Road Accident
শুক্রবার আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কের বাতানল গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা। দুটি বাইক একসঙ্গে একটি লরিকে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি ধাক্কা খায় একে অপরের সঙ্গে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং আহতদের আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
দুটি ঘটনাই স্থানীয়দের মধ্যে তীব্র শোক এবং উদ্বেগের সৃষ্টি করেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও গতিসীমা বজায় রাখার বিষয়ে আরও কড়াকড়ির দাবি উঠছে এলাকাবাসীর তরফে।