এবার বন্যার আশংকায় ভুগছে পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর ৫ অক্টোবর: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবিরাম ভারী বর্ষণের কারণে নদী-নালায় জলস্ফীতি দেখা দিয়েছে (Bengal Flood)। এর ফলে বন্যার আশঙ্কা বেড়ে উঠেছে। জেলার…

Bengal Flood

পশ্চিম মেদিনীপুর ৫ অক্টোবর: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবিরাম ভারী বর্ষণের কারণে নদী-নালায় জলস্ফীতি দেখা দিয়েছে (Bengal Flood)। এর ফলে বন্যার আশঙ্কা বেড়ে উঠেছে। জেলার ক্ষেত্রীয় অ্যানিকাট বাঁধের জলস্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় কর্তৃপক্ষকে বাধ্য হয়ে আংশিকভাবে জল ছাড়তে হয়েছে।

Advertisements

এই বাঁধের মেরামত কাজ চলাকালীন এই ঘটনা স্থানীয়বাসীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। মেদিনীপুরের বিভিন্ন অংশে বন্যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সতর্কতা জারি করেছে।এবারের বর্ষণের তীব্রতা অস্বাভাবিক। গত ৪৮ ঘণ্টায় জেলায় ১৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও অধিক।

   

নিম্নচাপের দাপটে সমুদ্র ফাঁকা, বাড়ছে মাছের দাম

এর ফলে কাঞ্চন, সুবর্ণরেখা, দ্বারকেশ্বরসহ প্রধান নদীগুলোতে জলস্তর দ্রুত বেড়েছে। অ্যানিকাট বাঁধ, যা জেলার কৃষি ও সেচ ব্যবস্থার মূল চালিকাশক্তি, এখনও পুরোপুরি মেরামত হয়নি। গত বছরের বন্যায় এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং মেরামত কাজ চলমান অবস্থায়। সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া এই কাজ এখনও ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সেচ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাঁধের জলস্তর ৯৫ ফুট ছাড়িয়ে গিয়েছে, যা নিরাপদ সীমার উপরে। ফলে শনিবার সকাল থেকে আংশিকভাবে জল ছাড়া হচ্ছে, যাতে বাঁধের কাঠামো সুরক্ষিত থাকে।

বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কৃষকদের উপর। ধানের ফসল কাটাইয়ের সময়ে এই বর্ষণ কৃষকদের জন্য বিপর্যয়কর। গোবিন্দপুর, খালিসি, সালবনীসহ ব্লকে হাজার হাজার একর জমি জলে ডুবে গেছে। এছাড়া, স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে, এবং রাস্তাঘাটে জল বাড়ার কারণে যানজট দেখা দিয়েছে। ঘাটগোলা এলাকায় বাসসেবা বন্ধ, এবং লোকাল ট্রেন চলাচলে দেরি হচ্ছে।