আরও পড়বে জাঁকিয়ে শীত! হু হু করে নামবে পারদ, আপডেট হাওয়া অফিসের

কলকাতা: নতুন বছরের গোড়া থেকেই শুরু হয়েছে শীতের স্পেল৷ জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে৷ তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷ রাতের তাপমাত্র লাফিয়ে নামতে…

temperature rise in west bengal

short-samachar

কলকাতা: নতুন বছরের গোড়া থেকেই শুরু হয়েছে শীতের স্পেল৷ জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে৷ তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷ রাতের তাপমাত্র লাফিয়ে নামতে চলেছে৷ ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷ চলবে ধুন্ধুমার ব্যাটিং৷ আউট হওয়ার কোনও চান্স নেই৷ (winter weather forecast of west bengal)

   

তাপমাত্রা আরও নামবে winter weather forecast of west bengal

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে৷ আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে৷  

কুয়াশা-মেঘ winter weather forecast of west bengal

বুধবার সকালে হালকা মেঘে ঢাকা ছিল শহরের আকাশ৷ জেলায় জেলায় কুয়াশাও দেখা গিয়েছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

উত্তরের আবহাওয়া winter weather forecast of west bengal

এদিকে, আজ বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কিছু অংশে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে।

৯ এবং ১০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ ১১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মতো। ১২ এবং ১৩ তারিখ রাতের তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।

West Bengal: Alipore weather office forecasts a drop in temperature by 2-4 degrees Celsius in the coming days. Kolkata’s minimum temperature may fall to 4 degrees. Get the latest weather updates, forecast, and more. Stay prepared for the winter chill in Bengal.