কনকনে শীতে কাঁপছে বাংলা! পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?

winter returns to west bengal

কলকাতা: হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা। কনকনে হাওয়ায় হাত-পা যেন জমে যাচ্ছে৷  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রির ঘরে৷ আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ অর্থাৎ, গোটা রাজ্যজুড়েই জাঁকিয়ে শীত মালুম হবে। কলকাতার পাশাপাশি তীব্র ঠান্ডায় কাঁপবে জেলাগুলিও৷ নতুন বছর পড়তেই যেন পৌষের ‘পৌষ মাস’ শুরু হয়েছে৷ এদিকে, এই শীতের মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কিছু জেলায়৷ (West Bengal winter weather)

Advertisements

আগামী দু’দিন কেমন থাকবে আবহাওয়া? West Bengal winter weather

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপরে অবশ্য তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হবে না৷ তারপরে উত্তরেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

ফের পশ্চিমী ঝঞ্ঝা West Bengal winter weather

রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা৷ যা আটকে দেবে উত্তুরে হাওয়াকে। পৌষ সংক্রান্তির আগেই আজ, অর্থাৎ ১০জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতের ঢুকে পড়বে পশ্চিমী ঝঞ্ঝা। যা পিঠুপুলির আনন্দ মাটি করতে পারে৷ 

Advertisements

এদিকে, আগামী ১৩ জানুয়ারি, সোমবার দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাত হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ তবে ১৫ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির আশেপাশে। ফলে দক্ষিণবঙ্গে এখন জমাটি শীত৷