কনকনে শীতে কাঁপছে বাংলা! পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা: হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা। কনকনে হাওয়ায় হাত-পা যেন জমে যাচ্ছে৷  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রির ঘরে৷ আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ হেরফের…

winter returns to west bengal

short-samachar

কলকাতা: হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা। কনকনে হাওয়ায় হাত-পা যেন জমে যাচ্ছে৷  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রির ঘরে৷ আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ অর্থাৎ, গোটা রাজ্যজুড়েই জাঁকিয়ে শীত মালুম হবে। কলকাতার পাশাপাশি তীব্র ঠান্ডায় কাঁপবে জেলাগুলিও৷ নতুন বছর পড়তেই যেন পৌষের ‘পৌষ মাস’ শুরু হয়েছে৷ এদিকে, এই শীতের মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কিছু জেলায়৷ (West Bengal winter weather)

   

আগামী দু’দিন কেমন থাকবে আবহাওয়া? West Bengal winter weather

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপরে অবশ্য তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হবে না৷ তারপরে উত্তরেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

ফের পশ্চিমী ঝঞ্ঝা West Bengal winter weather

রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা৷ যা আটকে দেবে উত্তুরে হাওয়াকে। পৌষ সংক্রান্তির আগেই আজ, অর্থাৎ ১০জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতের ঢুকে পড়বে পশ্চিমী ঝঞ্ঝা। যা পিঠুপুলির আনন্দ মাটি করতে পারে৷ 

এদিকে, আগামী ১৩ জানুয়ারি, সোমবার দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাত হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ তবে ১৫ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির আশেপাশে। ফলে দক্ষিণবঙ্গে এখন জমাটি শীত৷