সপ্তাহান্তেই ফিল্ডে শীত! প্রত্যাশা পূরণ হবে কি?

কলকাতা: মেঘমুক্ত ঝলমলে আকাশে ফুরফুরে শীতের আমেজ৷ জাঁকিয়ে শীত পরার অপেক্ষায় এখন রাজ্যবাসী৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা-সহ গোটা রাজ্যে পারদ পতন…

Know the Temperature and Weather of Kolkata and West Bengal: Winter May Return Again

কলকাতা: মেঘমুক্ত ঝলমলে আকাশে ফুরফুরে শীতের আমেজ৷ জাঁকিয়ে শীত পরার অপেক্ষায় এখন রাজ্যবাসী৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা-সহ গোটা রাজ্যে পারদ পতন হবে৷  (West Bengal Winter Weather)

Kolkata Winter Temperature

জাঁকিয়ে শীত পড়বে কি? Winter Weather

তবে জাঁকিয়ে শীত যে পড়বেই, সেই আশ্বাস এখনই দিতে পারছে না হাওয়া অফিস৷ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে বলেই জানিয়ে দিলেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

তিনি বলেন, “মৌসম ভবন যে পূর্বাভাস দিয়েছে, তাতে এবার রাজ্যে জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা অনেকটাই কম। শৈত্য প্রবাহও কম হওয়ার সম্ভাবনা। অন্যান্য বছরের তুলনায় এবার পারদ পতনের পরিমাণও অনেকটা কম হতে চলেছে। সর্বনিম্ন গড় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে সামান্য উপরেই থাকবে।”

winter

Advertisements

কেমন থাকবে জেলার আবহাওয়া 

সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে৷ আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে৷ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৭ থেকে ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে বেশ কিছু জেলায় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে যাবে কুয়াশার চাদরও৷ 

 

West Bengal: Clear skies and a refreshing winter breeze set the stage in West Bengal. The Alipore Weather Office predicts a drop in temperature post-Thursday. However, the likelihood of a severe winter is low, with temperatures expected to stay above average.