
রাজ্যজুড়ে মৃদু শীতের দাপট বজায় থাকছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। উত্তুরে হাওয়া বইতে থাকায় তাপমাত্রা ওঠানামা করলেও শীতের অনুভূতি অটুট থাকবে।
কলকাতা ও দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?
আলিপুরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৫.৩ ডিগ্রি। দফতর জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মৃদু শীত অব্যাহত থাকবে। বড়দিন নাগাদ কলকাতা-হ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো উপকূল-সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিছু এলাকায় সকালে হালকা কুয়াশা দেখা দিতে পারে, তবে ঘন কুয়াশা বা বৃষ্টির আশঙ্কা নেই।
উত্তরবঙ্গে শীতের দাপট
উত্তরবঙ্গেও শীতের আমেজ একই রকম বজায় থাকবে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য অঞ্চলের অন্যান্য জায়গায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে ঘুরবে।
আকাশ পরিষ্কার, শীতের আমেজ বজায়
পুরো রাজ্যেই আকাশ পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস। সকাল-বিকেল হালকা কুয়াশা ও মৃদু শীতের অনুভূতি বজায় থাকবে। শীত বাড়লেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহর হোক বা গ্রাম—রাজ্যজুড়ে শীত এখন একমেবাদ্বিতীয়ম।










