তীব্র গরমে কাটবে দোল, রয়েছে তারপ্রবাহের সতর্কতাও! ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: দোলের উৎসবে আবহাওয়ার বৈচিত্র্যে চমক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত আকাশের মুখ থাকবে ভার। হালকা থেকে মাঝারি  বৃষ্টি উত্তরবঙ্গের রঙের উৎসবে জল ঢালতে পারে৷ 

Advertisements

অন্যদিকে, দক্ষিণবঙ্গে রোর আর তীব্র গরমের মিশেলে একেবারে ভিন্ন আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে, রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর এবং বর্ধমানের মতো অঞ্চলে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বিশেষ করে, পশ্চিমাঞ্চলীয় জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও বীরভূমে শনি থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

উইকেন্ডে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা, বিশেষ করে পশ্চিমের জেলা, তাপপ্রবাহের কারণে অতিরিক্ত গরমের মধ্যে পড়তে পারে। বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষকে রোদে দীর্ঘ সময় থাকতে নিষেধ করা হচ্ছে।

Advertisements

এই বৈপরীত্যপূর্ণ আবহাওয়া দোল উৎসবের দুই প্রান্তে দুই রকম অভিজ্ঞতা বয়ে আনবে। উত্তরবঙ্গে উৎসবের মেজাজে বৃষ্টির শীতলতা, আর দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি।

উত্তরবঙ্গের মানুষের জন্য ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই হবে বুদ্ধিমানের কাজ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম থেকে নিজেকে রক্ষা করতে বেশি করে জল পান করা এবং হালকা সুতির পোশাক পরা বিশেষ উপকারী হবে।