কলকাতা: ক্যালেন্ডারে আজ ফেব্রুয়ারির শেষ৷ মার্চের শুরুতেই আবহাওয়ায় বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷
আজ, দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রামে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রাও বৃদ্ধি পাবে৷ তাপমাত্রা পৌঁছতে পারে ৩০° সেলসিয়াসের কাছাকাছি৷ আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর অনুভূতি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে৷ শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে৷
মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে গরমের দাপট শুরু হতে চলেছে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা লাফিয়ে বাড়তে থাকবে৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে৷ যা স্বাভাবিকের থেকে মাত্র ০.১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫ থেকে ৯৪ শতাংশ। মার্চের শুরুতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যাবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷
এদিকে, আগামী ৪৮ ঘণ্টায় অতিভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফ্ফরাবাদ, উত্তরাখান্ড ও হিমাচল প্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে।