শীতের বিদায় ঘণ্টা কি বেজে গেল? যা বলছে হাওয়া অফিস

কলকাতা: জানুয়ারি ফুরাতে চলল৷ অথচ শীতের ফর্মে ফেরার নাম নেই৷ জাঁকিয়ে শীত পড়ার আগই কাঁটা হয়ে হাজির পশ্চিমী ঝঞ্ঝা৷ দক্ষিণবঙ্গে পারদ উর্ধ্বমুখী। আগামী ২-৩ দিনে…

mercury falls in west bengal

short-samachar

কলকাতা: জানুয়ারি ফুরাতে চলল৷ অথচ শীতের ফর্মে ফেরার নাম নেই৷ জাঁকিয়ে শীত পড়ার আগই কাঁটা হয়ে হাজির পশ্চিমী ঝঞ্ঝা৷ দক্ষিণবঙ্গে পারদ উর্ধ্বমুখী। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানিয়েছে দিল্লির মৌসম ভবন৷ মাঘের শীত মালুম হওয়ার আগেই বেজে গেল বিদায় ঘণ্টা৷ উঠাও কনকনে ভাব৷ দক্ষিণের জেলাগুলিতে শীতের আমেজ অবশ্য ভালোই রয়েছে৷ তবে হাড় কাঁপানো ঠাণ্ডা এখানেও মিসিং৷ মরশুমের শুরু থেকেই বারবার ভিলেন হয়ে হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ যা শীতকে এক প্রকার টিকতেই দেয়নি ক্রিজে। জাঁকিয়ে বসার আগেই বার বার ফিরতে হয়েছে প্যাভিলিয়নে৷ 

   

বাড়বে তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। নতুন করে পারজ পতনের পূর্বাভাস আপাতত নেই৷ তবে  আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে৷ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দেখা যাবে কুয়াশার দাপট৷ সেই সঙ্গে দার্জিলিঙের পাহাড়ি এলাকায় আগামী শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে৷ সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে৷  

দক্ষিণে বৃষ্টি নেই 

তবে একটাই স্বস্তি, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই৷  কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানের আবহাওয়া শুষ্কই থাকবে৷ 

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে রাতের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।