শীতের বিদায় ঘণ্টা কি বেজে গেল? যা বলছে হাওয়া অফিস

mercury falls in west bengal
mercury falls in west bengal

কলকাতা: জানুয়ারি ফুরাতে চলল৷ অথচ শীতের ফর্মে ফেরার নাম নেই৷ জাঁকিয়ে শীত পড়ার আগই কাঁটা হয়ে হাজির পশ্চিমী ঝঞ্ঝা৷ দক্ষিণবঙ্গে পারদ উর্ধ্বমুখী। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানিয়েছে দিল্লির মৌসম ভবন৷ মাঘের শীত মালুম হওয়ার আগেই বেজে গেল বিদায় ঘণ্টা৷ উঠাও কনকনে ভাব৷ দক্ষিণের জেলাগুলিতে শীতের আমেজ অবশ্য ভালোই রয়েছে৷ তবে হাড় কাঁপানো ঠাণ্ডা এখানেও মিসিং৷ মরশুমের শুরু থেকেই বারবার ভিলেন হয়ে হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ যা শীতকে এক প্রকার টিকতেই দেয়নি ক্রিজে। জাঁকিয়ে বসার আগেই বার বার ফিরতে হয়েছে প্যাভিলিয়নে৷ 

বাড়বে তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। নতুন করে পারজ পতনের পূর্বাভাস আপাতত নেই৷ তবে  আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে৷ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দেখা যাবে কুয়াশার দাপট৷ সেই সঙ্গে দার্জিলিঙের পাহাড়ি এলাকায় আগামী শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে৷ সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে৷  

   

দক্ষিণে বৃষ্টি নেই 

তবে একটাই স্বস্তি, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই৷  কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানের আবহাওয়া শুষ্কই থাকবে৷ 

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে রাতের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন