ছয় জেলায় বৃষ্টির ভ্রুকূটি! আসছে শীতও, কবে হবে হাওয়া বদল?

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দফারফা শীতের৷ বছর শেষে ফেব্রুয়ারির আমেজ৷ এর মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির ভ্রুকূটি৷ শনিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় এবং উত্তরবঙ্গের…

winter returns to west bengal

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দফারফা শীতের৷ বছর শেষে ফেব্রুয়ারির আমেজ৷ এর মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির ভ্রুকূটি৷ শনিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ 

নামল পারদ West Bengal weather update

এরই মাঝে শীতপ্রেমীদের জন্য সুখবর৷ শনিবার আরও কিছুটা নামল মহানগরের পারদ৷ রাতের তাপমাত্রা পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে, এই সুখ স্থায়ী হবে না৷ কারণ, আগামী দু’দিনে ফের তাপমাত্রা বাড়বে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷ তবে বছরের একেবার শেষ লগ্নে বা নতুন বছরের শুরুতে শীত ফিরতে পারে৷ তেমনটাই আশা আবহবিদদের৷

কোন কোন জেলায় বৃষ্টি? West Bengal weather update

এদিকে, শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলা- পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরেও৷ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে৷ 

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ বদল আসবে না৷ পরবর্তী দু’দিন ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। এরপরের দু’-তিন দিনে আবার পারদ পতন হবে৷ ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২৪ ঘণ্টায় আবহাওয়ায় বিশেষ পরিবর্তন হবে না৷ 

warm weather on Christmas

Advertisements

হিমাচলে তুষার পাত, মাইনাসে কাশ্মীর West Bengal weather update

বঙ্গে যখন শীতের জন্য হাহাকার, তখন বেশ জাঁকিয়ে শত পড়েছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে। বরফে ঢেকেছে পাহাড়৷ বরফ জমে বহু পর্যটক আটকে পড়েছেন। শুক্রবার কুলুর রাস্তায় প্রায় পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর মিলেছে। তাঁদের মধ্যে অনেককেই উদ্ধার করে আনা সম্ভব হয়েছে৷ বাকিদের উদ্ধারের কাজ চলছে। ভারী তুষারপাতের পাশাপাশি হিমাচলে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে৷ বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে কাশ্মীর৷ দিল্লিতেও পড়েছে হাড় কাঁপানো শীত৷ 

West Bengal: Western disturbances cause a decline in winter chill in West Bengal. Some districts may experience light rain on December 28. Kolkata’s minimum temperature drops to 15°C. Rain expected in West Burdwan, Birbhum, Murshidabad, Darjeeling, Jalpaiguri, Kalimpong.