কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দফারফা শীতের৷ বছর শেষে ফেব্রুয়ারির আমেজ৷ এর মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির ভ্রুকূটি৷ শনিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
নামল পারদ West Bengal weather update
এরই মাঝে শীতপ্রেমীদের জন্য সুখবর৷ শনিবার আরও কিছুটা নামল মহানগরের পারদ৷ রাতের তাপমাত্রা পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে, এই সুখ স্থায়ী হবে না৷ কারণ, আগামী দু’দিনে ফের তাপমাত্রা বাড়বে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷ তবে বছরের একেবার শেষ লগ্নে বা নতুন বছরের শুরুতে শীত ফিরতে পারে৷ তেমনটাই আশা আবহবিদদের৷
কোন কোন জেলায় বৃষ্টি? West Bengal weather update
এদিকে, শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলা- পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরেও৷ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে৷
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ বদল আসবে না৷ পরবর্তী দু’দিন ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। এরপরের দু’-তিন দিনে আবার পারদ পতন হবে৷ ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২৪ ঘণ্টায় আবহাওয়ায় বিশেষ পরিবর্তন হবে না৷
হিমাচলে তুষার পাত, মাইনাসে কাশ্মীর West Bengal weather update
বঙ্গে যখন শীতের জন্য হাহাকার, তখন বেশ জাঁকিয়ে শত পড়েছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে। বরফে ঢেকেছে পাহাড়৷ বরফ জমে বহু পর্যটক আটকে পড়েছেন। শুক্রবার কুলুর রাস্তায় প্রায় পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর মিলেছে। তাঁদের মধ্যে অনেককেই উদ্ধার করে আনা সম্ভব হয়েছে৷ বাকিদের উদ্ধারের কাজ চলছে। ভারী তুষারপাতের পাশাপাশি হিমাচলে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে৷ বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে কাশ্মীর৷ দিল্লিতেও পড়েছে হাড় কাঁপানো শীত৷
West Bengal: Western disturbances cause a decline in winter chill in West Bengal. Some districts may experience light rain on December 28. Kolkata’s minimum temperature drops to 15°C. Rain expected in West Burdwan, Birbhum, Murshidabad, Darjeeling, Jalpaiguri, Kalimpong.