কলকাতা: এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই৷ মৌসম ভবনের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ জুড়ে দুই বাংলাতেই ঝড়-বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে শুক্রবার, ২২ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ২০ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই বঙ্গের জন্যই জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের অনুমান, এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
আজ, বুধবার দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি West Bengal Weather Forecast
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে। শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হবে কালিম্পং ও আলিপুরদুয়ারে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়-বৃষ্টি চললেও গরমের অস্বস্তি থেকে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গজুড়ে। তবে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
West Bengal: Get the latest weather forecast for Bengal, including Kolkata and other districts. The Indian Meteorological Department predicts heavy rain, thunderstorms, and strong winds. A yellow alert has been issued for the next week. Stay updated on the severe weather and travel restrictions.