কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি জারি রয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার, ১৩ অগাস্ট, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বাল্মিকী নগর ও জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে (West Bengal Weather Forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া।
আগামী বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবারও একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে সপ্তাহের মধ্যভাগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
মৌসুমী অক্ষরেখা ও জলীয় বাষ্পের আধিক্যের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও তরাই অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আর্দ্র অস্বস্তি বাড়ার সম্ভাবনা
দক্ষিণবঙ্গের আকাশে মেঘের সঙ্গেই বজায় থাকবে উচ্চমাত্রার জলীয় বাষ্প। ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সব মিলিয়ে, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, উত্তরবঙ্গের বৃষ্টি সতর্কতা এবং দক্ষিণে আর্দ্র অস্বস্তি, এই তিন মিলিয়ে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন চ্যালেঞ্জিং হতে চলেছে।