
কলকাতা: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীর জন্য অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছে। বর্ষা প্রবেশের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে অবশেষে আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে ইঙ্গিত। জানানো হয়েছে, আগামী ১৬ বা ১৭ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। তবে এখনই সেই কাঙ্খিত ঝমঝমে বৃষ্টির দেখা পাওয়ার সম্ভাবনা কম। গরমে স্বস্তি মিলতে পারে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ নাগাদ।
উইকএন্ডে মিলবে কি কিছুটা স্বস্তি?
আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন জানাচ্ছে, ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চলবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার সন্ধ্যার দিকে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোন জেলায় কবে ভারী বৃষ্টি? west bengal weather forecast
সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়বে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে৷
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট
আগামী ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও। রবিবার এই জেলাগুলিতেও বজায় থাকবে বৃষ্টির সতর্কতা।
কলকাতার তাপমাত্রার পূর্বাভাস
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০% পর্যন্ত পৌঁছাতে পারে, যা ভ্যাপসা অস্বস্তি আরও বাড়াতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে তার পরবর্তী ৩ দিনে ধাপে ধাপে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।










