কলকাতা: আবারও রাজ্যে ফিরছে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই পাঁচ জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। (West Bengal Weather Alert)
অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূম জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। তবে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে
সাময়িক স্বস্তির পরে ফের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। তবে এই স্বস্তি স্থায়ী হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।
সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, মৎস্যজীবীদের সতর্কবার্তা West Bengal Weather Alert
সমুদ্র ও উপকূলবর্তী এলাকাগুলিতেও প্রভাব ফেলতে পারে এই ঝড়বৃষ্টি। দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঘণ্টায় ৪৫-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়, কখনও কখনও দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ৫৫ কিমি-তে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃষ্টির কারণ কী?
এই বৃষ্টিপাতের পিছনে রয়েছে একাধিক আবহাওয়াজনিত কারণ। পাঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও। এই দুটি কারণ মিলিয়েই রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে আবহাওয়ার এই পরিবর্তন।
West Bengal: Heavy rain likely in North Bengal including Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, and Cooch Behar. IMD issues thunderstorm alert with 40–50 kmph winds. South Bengal may see light to moderate showers till Sunday. Temperature may rise next week