
খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে বহু ভোটারের মধ্যে। কারও মনে আশঙ্কা, শুনানিতে আদৌ ডাকা হবে কি না, আবার অনেকেই চিন্তায় রয়েছেন নাম ফের তালিকাভুক্ত হবে তো? তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তথ্য সঠিক থাকলে নতুন করে আবেদন করলেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া সময়ের অপেক্ষা মাত্র। কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের মতে, যাঁদের নাম খসড়া তালিকায় নেই, তাঁরা অনলাইনেই ফর্ম ৬ জমা দিয়ে পুনরায় আবেদন করতে পারবেন।
এই ফর্মেই নতুন করে আবেদন
ফর্ম ৬ মূলত নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ব্যবহৃত হলেও, কোনও ভোটারের নাম যদি সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়ে যায়, সে ক্ষেত্রেও এই ফর্মের মাধ্যমেই নতুন করে আবেদন জানানো সম্ভব। এই ফর্মের কাঠামো বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর ফর্মের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। ফর্ম পূরণের সময় প্রথমেই আবেদনকারীর নাম, মোবাইল নম্বর ও বর্তমান ঠিকানা দিতে হয়। এর পরে পর্যায়ক্রমে লিখতে হয় বাবা বা অভিভাবকের নাম, এপিক নম্বর (যদি থাকে), এবং পরিচয় ও ঠিকানা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য।
তবে শুধু ফর্ম ৬ পূরণ করলেই আবেদন সম্পূর্ণ হয় না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ফর্মের সঙ্গে নির্দিষ্ট কিছু নথিও জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে Annexure D, Annexure III এবং একটি ডিক্ল্যারেশন ফর্ম হিসেবে Annexure IV। এই নথিগুলি জমা না দিলে আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হতে পারে।
ফর্ম ৬ জমা দেওয়ার তিনটি উপায় West Bengal Voter Name Re-application Process
নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, ১৮ বছর বা তার বেশি বয়সি নাগরিকরা স্থানীয় ব্লক অফিস, জেলাশাসকের দফতর অথবা অনলাইন মাধ্যম— এই তিনটি উপায়ে ফর্ম ৬ জমা দিতে পারেন। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে নির্বাচন কমিশনের নির্ধারিত পোর্টাল voters.eci.gov.in বা ECINET ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে হবে, না থাকলে নতুন করে সাইন আপ করতে হবে। এরপর ‘Forms’ অপশনে গিয়ে ফর্ম ৬ নির্বাচন করে প্রয়োজনীয় Annexure-সহ সমস্ত তথ্য পূরণ করে ‘Submit’ করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও কারণে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়লেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।









