১০ লক্ষের বেশি SIR ফর্ম জমা পড়েনি, ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বহু নাম

SIR Enrolment Faces Pushback as 79 Tribals Stand Firm Behind Majhi Sarkar
SIR Enrolment Faces Pushback as 79 Tribals Stand Firm Behind Majhi Sarkar

নিশ্ছিদ্রভাবে চলছে রাজ্যজুড়ে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন (Special Summary Revision – SIR) প্রক্রিয়া। আর এই সূক্ষ্ম ভোটার যাচাই–অভিযানের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে এক গুরুত্বপূর্ণ তথ্য—মোট ১০.৩৩ লক্ষ SIR ফর্ম সংগ্রহ করা সম্ভব নয়, অর্থাৎ সেগুলি জমা নেওয়াই যাবে না।

নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, এই বিপুল সংখ্যক ফর্ম সেইসব ভোটারদের, যাদের বাড়িতে পাওয়া যায়নি, যাদের একাধিক জায়গায় নাম রয়েছে, যারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, অথবা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার অগরওয়াল জানান, মোট বিতরণ হওয়া ফর্মের প্রায় ১.৩৫ শতাংশের ক্ষেত্রে এমন সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

   

কত ফর্ম জমা পড়েছে?

CEO-র দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টে পর্যন্ত ৪.৫৫ কোটি ফর্ম সংগ্রহ করা হয়েছে, এবং তা সম্পূর্ণ ডিজিটাইজডও হয়ে গিয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৭.৬৪ কোটি ফর্ম বিলি করা হয়েছে, যার একটি বড় অংশ ইতিমধ্যেই গ্রহণ করেছেন BLO–রা।

এখানেই মুখ্য নির্বাচনী আধিকারিক খোলাখুলি প্রশংসা করেছেন মাঠ–পর্যায়ের কর্মীদের৷ “BLO–রাই রিয়েল হিরো,” মন্তব্য তাঁর।

২০ দিনে ৭ কোটি বাড়ি পৌঁছে গিয়েছেন BLOরা West Bengal Voter List Revision

তথ্য বলছে, ৪ নভেম্বর থেকে শুরু হওয়া SIR প্রক্রিয়ায় মাত্র ২০ দিনের মধ্যে ৭ কোটি ভোটারের দোরগোড়ায় পৌঁছে গেছেন BLO–রা।
রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজে নিযুক্ত রয়েছেন—

৮০,৬০০ BLO (Booth Level Officer)

৮,০০০ সুপারভাইজার

৩,০০০ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার

২৯৪ চিফ রেজিস্ট্রেশন অফিসার

মনোজ অগরওয়ালের দাবি, “অফিসের কাজের সময় শেষ হওয়ার পরেও BLO–রা মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন।”

অভিযোগও শোনা হয়েছে — সমাধানে কমিশন

SIR-এর সময় ইন্টারনেট পরিষেবা ঘাটতির অভিযোগ সামনে আসে একাধিক জেলা থেকে। কমিশন জানিয়েছে—

DM, ERO ও BDO অফিসে হেল্পডেস্ক খোলা রয়েছে

যেখানে নেটওয়ার্ক দুর্বল, সেখানে Wi-Fi হাব বসানো হচ্ছে

লক্ষ্য একটাই — ডিজিটাইজেশনে যেন কোনও বাধা না আসে

অসুস্থ হলে BLO-র দেখভাল করবে প্রশাসন

প্রক্রিয়ায় যুক্ত কোনও BLO অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার দায়িত্ব নেবে জেলা প্রশাসন। প্রয়োজনে নতুন BLO নিয়োগের ক্ষমতা রয়েছে ERO–র — এমনটাই জানিয়েছে কমিশন।

কোন কোন জেলা এগিয়ে?

তথ্য অনুযায়ী, SIR-এর কাজে এগিয়ে রয়েছে—

পূর্ব বর্ধমান

আলিপুরদুয়ার

উত্তর দিনাজপুর

পূর্ব মেদিনীপুর

এমনকি গোসাবা বিধানসভায় ১০০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।

SIR প্রক্রিয়াকে সামনে রেখে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়লেও, মাঠে নিরন্তর কাজ করে চলছেন BLO সহ নির্বাচন যন্ত্রের প্রতিটি কর্মী। ভোটার তালিকা আরও অধিক নির্ভুল, স্বচ্ছ ও বিতর্কহীন করতে এই বৃহৎ প্রক্রিয়াকে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার বলেই মনে করছে প্রশাসনিক মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন