গাড়ির মালিকরা সাবধান! নিয়ম ভাঙলেই গুণতে হবে কয়েকগুণ ফাইন

রাজ্য পরিবহণ দপ্তরের (Transport fine) বিরাট ঘোষণা। এক ধাক্কায় কমল গাড়ির ধোঁয়া থেকে হওয়া দূষণের জন্য জরিমানার পরিমাণ। গাড়ি থেকে দূষণ ছড়ানো সংক্রান্ত অভিযোগে যে…

One of the leading serious problems caused by vehicular pollution is global warming.

রাজ্য পরিবহণ দপ্তরের (Transport fine) বিরাট ঘোষণা। এক ধাক্কায় কমল গাড়ির ধোঁয়া থেকে হওয়া দূষণের জন্য জরিমানার পরিমাণ। গাড়ি থেকে দূষণ ছড়ানো সংক্রান্ত অভিযোগে যে জরিমানা প্রথমেই দশ হাজার টাকা ছিল, এ বার থেকে তা প্রথমবার দুই হাজার, দ্বিতীয়বার পাঁচ হাজার, সর্বশেষ সর্বোচ্চ দশ হাজার টাকা ফাইন হবে।

কেন প্রথমেই ‘অস্বাভাবিক মৃত্যু’? ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরিতে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি!

   

রাজ্য পরিবহণ দপ্তরের জানা গিয়েছে সূত্রের খবর, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মোটর ভেহিকলস্‌ আইনে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ সংক্রান্ত মামলার ক্ষেত্রে কিছু শর্ত যোগ হয়েছে। এর পরেই জরিমানা আদায়ে পরিবহণ দফতর বিষয়টি নিয়ে সতর্ক পদক্ষেপ করতে চাইছে।পুজোর ঠিক আগে নির্দেশ দিয়ে পরিবহণ দফতর জানিয়েছিল, পথকর ছাড়াও রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার জন্য ধার্য জরিমানা না মেটালে দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত শংসাপত্র মিলবে না। কিন্তু ট্র্যাফিক আইন ভাঙার জন্য ধার্য জরিমানা সংক্রান্ত বিষয় নির্দেশিকা থেকে প্রত্যাহারের দাবিতে বিভিন্ন পরিবহণ সংগঠন চিঠি লেখে পরিবহণ সচিবকে।

আরজি কর কাণ্ড, এবার পথে নেমে প্রতিবাদে ‘বিদ্বজ্জন’ অর্পণা-সোহিনী-পল্লবরা

আরও জানা গিয়েছে এর পরেই সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন দফতরের আধিকারিকেরা। তার ভিত্তিতে সংশ্লিষ্ট পোর্টালে ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানার অঙ্ক যোগ করার বিষয়টি প্রত্যাহার হয়েছে। এই আইন অনুসারে এই আইনানুসারে আপনাকে প্রচুর টাকা জরিমানা দিতে হতে পারে। এই নিয়মানুসারে কোনও নাবালক / নাবালিকা গাড়ি চালালে তার রেজিস্ট্রেশন তো বাতিল করে দেওয়াই হবে, সেইসঙ্গে জরিমানা স্বরূপ ২৫ হাজার টাকা দিতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। যা আগে ১০০ থেকে ৩০০ টাকা ছিল। দুই চাকার গাড়িতে দু-জনের বেশি বসলে ৫০০ টাকা জরিমানা, যা আগে ১০০ টাকা ছিল। দূষণ সার্টিফিকেট না থাকলে আগে ১০০ টাকা জরিমানা দিতে হত, এখন তার জন্য ৫০০ টাকা দিতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আগে জরিমানা ছিল ৫০০ টাকা, এখন সেটার জন্য ৫০০০ টাকা দিতে হবে।

রোগী মারধরের ঘটনায় উত্তপ্ত বালুরঘাট হাসপাতাল

বিপজ্জনক ভাবে ড্রাইভিং করলে এখন এক হাজারের বদলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। ড্রাইভিং করার সময় ফোনে কথা বললে ১ হাজারের পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা। রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে গেলে ১১০০-এর পরিবর্তে জরিমানা বৃদ্ধি পেয়ে ৫০০০-এ দাঁড়িয়েছে। সিগন্যালে লালবাতি অমান্য করার অপরাধে আপনাকে ১০০ টাকার বদলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। সিটবেল্ট ছাড়া গাড়ি চললে জরিমানা হবে ১০০০ টাকা। এমার্জেন্সি গাড়ি গুলিকে অর্থাৎ অ্যাম্বুল্যান্স বা দমকলের গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য জায়গা না দিলে জরিমানা হবে ১০,০০০ টাকা।