বদলাচ্ছে আবহাওয়া: রবিবার থেকেই কমবে শিরশিরানি, ফের ফিরবে গরম?

West Bengal Temperature Rise

রাজ্যে গত কয়েকদিন ধরে তাপমাত্রা যে গতিতে নেমেছে, তাতে শীতের আমেজ এনে দিয়েছে আগেভাগেই। ভোরের শিরশিরানি, সন্ধ্যার হিমেল হাওয়া, বাড়িতে ফ্যান বন্ধ, এই কয়েকদিনের আবহে বহু মানুষ ইতিমধ্যে গরম জামাকাপড় বের করে ফেলেছেন। শনিবার সকালেও সেই শীতের মৃদু দাপট স্পষ্ট ছিল। কিন্তু আবহাওয়ার এই স্থিরতা বেশিদিন থাকছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই হাওয়া ঘুরে যাবে, বদলে যাবে পুরো চিত্র।

Advertisements

২৪ ঘণ্টার মধ্যেই ফিরবে স্বাভাবিক তাপমাত্রা

শনিবার রাজ্যের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে। পশ্চিমের শুষ্ক ও ঠান্ডা হাওয়া অবাধে বইছে, ফলে পারদ দ্রুত নেমেছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশে অন্য সুর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস- 

   
  • রবিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে
  • বাড়বে বাতাসের আর্দ্রতা

শীতল পশ্চিমী হাওয়ার প্রভাব কমে গিয়ে ঢুকতে শুরু করবে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র পূবালী বাতাস৷ ফলে গত কয়েকদিনের কড়া শিরশিরানি সাময়িকভাবে কমবে এবং তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি ফিরে আসবে।

রাজ্যজুড়ে বাড়বে কুয়াশার পর্দা West Bengal Temperature Rise

হাওয়া বদলের সঙ্গে সঙ্গে বেড়ে যাবে কুয়াশার দাপট। বিশেষ করে রবিবার থেকে মঙ্গলবার—

  • উত্তর ও দক্ষিণবঙ্গের বহু জেলাতেই ভোরে ঘন কুয়াশা দেখা যাবে
  • দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটার পর্যন্ত
  • পার্বত্য এলাকা ও উপকূলবর্তী অঞ্চলে কুয়াশা থাকবে আরও ঘন
  • কিছু জায়গায় সকালে মেঘলা ভাবও দেখা যেতে পারে

বিশেষজ্ঞদের মতে, বাতাসে আর্দ্রতা বাড়ার ফলে দিনের শেষে আবারও একটু স্যাঁতসেঁতে অনুভূতি তৈরি হতে পারে।

Advertisements

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, প্রভাব ফেলছে শ্রীলঙ্কার উপকূলে

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে শ্রীলঙ্কার উপকূলে বাতাসের ঢেউ বাড়ছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার-এয়ার সার্কুলেশন।
এই দুই সিস্টেম একত্রে রাজ্যে প্রবাহিত বাতাসের গতিপথ বদলে দিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তাপমাত্রা ও আর্দ্রতায়।

  • উত্তরবঙ্গে স্থিতিশীল শীত, ঝড়-বৃষ্টি নেই
  • উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক।
  • বৃষ্টির সম্ভাবনা নেই
  • তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২–৩ ডিগ্রি নিচে থাকবে

অন্তত ৬ থেকে ৭ দিন বজায় থাকবে এই স্থিতিশীল শীতের আবহ৷ উত্তরবঙ্গের হিমালয়-সংলগ্ন জেলাগুলিতে সকাল-বিকেল শীতের তীব্রতা বরাবরের মতোই বেশি থাকবে।

কলকাতায় তাপমাত্রা ধীরে ধীরে উঠবে

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতা ছিল ৪১ থেকে ৯২ শতাংশ।

রবিবার থেকে শহরে রাতের তাপমাত্রা উঠতে পারে ১৯–২০ ডিগ্রির ঘরে৷ সকালের শিরশিরানি কমবে৷ ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে৷ দিনের তাপমাত্রা থাকবে ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে৷