৮ বছর পর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, আজ থেকেই অনলাইন আবেদন শুরু

West Bengal Teacher Recruitment

কলকাতা: পশ্চিমবঙ্গে অবশেষে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আগেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা। রাজ্যের সরকার অনুমোদিত ও সরকারি পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র (বেসিক) বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করা যাবে।

Advertisements

নিয়োগের ঘোষণা

গত বছরের সেপ্টেম্বর মাসে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছিল চাকরিপ্রার্থীদের মধ্যে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এদিন থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন।

   

২০১৭ সালের পর প্রাথমিক শিক্ষক নিয়োগ আর হয়নি রাজ্যে—মাঝখানে কেটে গিয়েছে প্রায় আট বছর। এই সময়ে বহুবার পথে নেমে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা। গত সপ্তাহেও সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভে বসেন আবেদনকারীরা।

মূল্যায়ন পদ্ধতি West Bengal Teacher Recruitment

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০ নম্বরের মোট মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে। এর মধ্যে—

মাধ্যমিক: ৫ নম্বর

উচ্চ মাধ্যমিক: ১০ নম্বর

টেট স্কোর: ৫ নম্বর

অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যকলাপ: ৫ নম্বর

Advertisements

সাক্ষাৎকার: ৫ নম্বর

অ্যাপটিটিউড টেস্ট: ৫ নম্বর

অনলাইনে আবেদন

এ ছাড়া, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল খুলে দেওয়া হচ্ছে, যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন।

রাজ্যে দীর্ঘ আট বছরের অপেক্ষার পর আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তি চাকরিপ্রার্থীদের একাংশেও।

 

West Bengal: West Bengal’s long-awaited primary teacher recruitment drive for 13,421 posts finally begins. TET-qualified candidates can apply online now.