Panchayat Election: পয়লা বৈশাখের পরেই পঞ্চায়েত ভোট, তৎপর কমিশন

West Bengal State Election Commission announces date for Panchayat Election.

এপ্রিলের শুরুতেই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। মে মাসেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে। জানা যাচ্ছে, পয়লা বৈশাখের পরেই ভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

সূত্রের খবর, নিয়ম মেনে কয়েকদিনের মধ্যে রাজ্যকে চিঠি পাঠাতে চলেছে কমিশন। রাজ্যের পক্ষ থেকে সম্মতি মিললে নির্বাচনের নির্ঘন্ট স্থির করার পরেই দিন ঘোষণা করবে কমিশন।

   

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে সব রাজনৈতিক দলই মনোনয়নপত্র জমা দিতে পারে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

ভোটের লক্ষ্যে প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সেরে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। দফায় দফায় জেলাগুলির সঙ্গে আলোচনা চলছে। বুথ সংখ্যা চূড়ান্ত করা, ভোটকেন্দ্র তৈরি, জেলাগুলিকে তার তালিকা প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি চাইলে আলাদা করে এবিষয়ে মামলা দায়ের করতে পারেন। সেই মামলা আদালত শুনবে। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর করা মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন