মোবাইল নিয়ে আসা যাবে না, সিসিটিভি বাধ্যতামূলক, SSC পরীক্ষায় গুচ্ছ নির্দেশ নবান্নের

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনও গাফিলতি বরদাস্ত করবে না রাজ্য সরকার, শুক্রবার সাফ জানিয়ে দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্নে শুক্রবার অনুষ্ঠিত…

West Bengal SSC Exam Security

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনও গাফিলতি বরদাস্ত করবে না রাজ্য সরকার, শুক্রবার সাফ জানিয়ে দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্নে শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে তিনি জেলাশাসক ও পুলিশ সুপারদের একাধিক নির্দেশনা দেন, যাতে আসন্ন পরীক্ষা সম্পূর্ণ নিরাপদ, স্বচ্ছ এবং ঝুঁকিমুক্ত হয়।

পরীক্ষার তারিখ ও শ্রেণি

বৈঠকে নির্ধারিত হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর হবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা, আর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। দুই দিনই রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্র কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে৷ 

   

জেলা পর্যায়ে তত্ত্বাবধানে কর্মকর্তা West Bengal SSC Exam Security

মুখ্যসচিবের নির্দেশে, জেলা পর্যায়ে অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার কর্মকর্তা সম্পূর্ণ পরীক্ষার তত্ত্বাবধানে থাকবেন। এছাড়া প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত থাকবেন। এই পদক্ষেপ নিশ্চিত করবে পরীক্ষা কেন্দ্রগুলিতে যথাযথ প্রশাসনিক তত্ত্বাবধান বজায় থাকে।

প্রশ্নপত্র পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা

পরীক্ষার প্রশ্নপত্র পরিবহনের সময় একজন করে সরকারি কর্মকর্তা সঙ্গে থাকবেন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সুপারের নেতৃত্বে ফ্রিস্কিং বা শারীরিক তল্লাশি বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা পরিকল্পনা ও ফ্রিস্কিংয়ের পদ্ধতি নির্ধারণ করবে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন।

প্রযুক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা

পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। এছাড়া পরীক্ষার সময় মোবাইল নিষিদ্ধ। মোবাইল সঙ্গে পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে।

Advertisements
পরিবহন ও রেল যোগাযোগ

রাজ্য সরকার পরীক্ষা চলাকালীন পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ভারতীয় রেল কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়।

লক্ষ্য

মুখ্যসচিব মনোজ পন্থ বৈঠকে বার্তা দিয়েছেন, এবার কোনও ধরনের গাফিলতি বা নিরাপত্তা শিথিলতা নিরাপত্তার ব্যবস্থায় গ্রহণযোগ্য হবে না। নবান্নের এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

West Bengal: West Bengal’s Chief Secretary Manoj Panth orders strict security for the upcoming SSC teacher recruitment exams on Sept 7 & 14. ADMs and Deputy Magistrates will supervise centers, with police ensuring frisking and safe transport of question papers for a fair, transparent test.