SIR এর প্রথম পর্যায়েই মৃত ভোটারের সংখ্যায় চাঞ্চল্য

west-bengal-sir-dead-voters-deletion-political-controversy

কলকাতা, ২৫ নভেম্বর: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে যে SIR ঝড় উঠেছে, তা এবার আরও বিস্ফোরক আকার নিচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়েই প্রায় ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার তালিকায় উঠে এসেছে, যার মধ্যে ৬.৫ লক্ষ মৃত ভোটার! রাজ্যজুড়ে এই সংখ্যা রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তুলেছে। বিশেষ করে নির্বাচনী দফতর যখন জানাচ্ছে যে ৯৯.৭৫% ফর্ম ইতিমধ্যেই বিতরণ হয়ে গেছে, তখন এই ‘ডিলিশন লিস্ট’-এর পরিমাণ আরও স্পষ্ট হচ্ছে।

Advertisements

বিগত কয়েক বছর ধরে বিরোধীরা বারবার অভিযোগ তুলছিল যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিপুলসংখ্যক মৃত ভোটার ও ভুয়ো নাম রয়েছে। এবার SIR প্রক্রিয়া শুরুর পর সেই অভিযোগ যেন বাস্তব রূপ পেতে শুরু করেছে। ৬.৫ লক্ষ মৃত ব্যক্তির নাম তালিকায় থাকার তথ্য প্রকাশ্যে আসতেই প্রশাসন কার্যত নড়েচড়ে বসেছে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে SIR (Special Summary Revision) চলছে, কিন্তু বাংলার সংখ্যা অস্বাভাবিক। নির্বাচন বিশ্লেষকরা বলছেন

   

“মৃত ভোটারদের নাম সাধারণত ব্যবহার করা হয় ভোট লুট বা বুথ-ম্যানেজমেন্টে। যেখানে রাজ্যযন্ত্রের প্রভাব বেশি, সেখানে এই ধরনের মৃত ভোটারের নাম চলাচল করে সবচেয়ে বেশি।” সংশ্লিষ্ট সূত্রের দাবি ফর্ম বিতরণ শুরু হওয়ার পর থেকে বহু ব্যক্তি বা পরিবার হঠাৎ করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। SIR টিম যাচাই করতে গেলে বহু ঠিকানায় বাড়ি তালাবন্ধ অবস্থায় পাওয়া যাচ্ছে।

এক নির্বাচনকর্মী জানান “আমরা যখন যাচাই করতে গেছি, দেখেছি অনেকেই বাড়িতে নেই। প্রতিবেশীরা বলছেন তারা রাতারাতি অন্য কোথাও চলে গেছে।” এই ঘটনাকে ঘিরে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে তারা কি ভুয়ো পরিচয় ব্যবহার করছিলেন? না কি অন্য কোনো আশঙ্কায় চম্পট? SIR শুরু হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল টানা চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশনকে। মমতা অভিযোগ করেছেন “বাংলার শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ হচ্ছে। ভোটারদের হয়রানি করা হচ্ছে।”

Advertisements

তবে বিরোধীরা বলছে সম্পূর্ণ উল্টো কথা। তাদের দাবি “তালিকা পরিষ্কার করতেই তৃণমূলের গায়ে জ্বালা ধরেছে। মৃত ভোটারের নাম বাদ পড়লে তো আর ‘লক্ষ ভোট’ তৈরি করা যাবে না।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল প্রশাসনের উপর SIR প্রক্রিয়ার চাপ বাড়ছে। কারণ ভোটার তালিকা পরিষ্কার হলে বাংলাদেশি অনুপ্রবেশ, ভুয়ো ভোটার, মৃত ভোটার সব বিষয়েই বাস্তব বেরিয়ে আসবে।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগেও ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে। নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়াকে বলছে “স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনসম্মত ব্যবস্থা।” SIR টিমের কাজ এখনও শেষ হয়নি। প্রাথমিক রিপোর্টেই যখন এত বড় সংখ্যা উঠে এসেছে, তখন চূড়ান্ত তালিকায় আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।

যে রাজ্যে ভোট মানেই উত্তেজনা, ভোটার তালিকা মানেই বিতর্ক সেই পশ্চিমবঙ্গে এবার SIR প্রক্রিয়া সামনে নিয়ে এসেছে এক নতুন বাস্তবতা। মৃত ভোটারদের নাম মুছে গেলে প্রকৃত ভোটদাতার শক্তি বাড়বে এমনটাই মনে করছেন বহু নাগরিক। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আরও তথ্য আসছে। SIR নিয়ে আগামী কয়েক সপ্তাহে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে এ কথা বলাই বাহুল্য।