৩ মাস কড়া নজরদারি, খাদ্য-ওষুধ মজুত, আশঙ্কায় নবান্ন

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রাজ্যের মাটিতেও বাড়ছে সতর্কতা। আগামী তিন মাসের জন্য একাধিক জেলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতে নির্দেশ দিল নবান্ন। রবিবার মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত…

West Bengal Security Alert

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রাজ্যের মাটিতেও বাড়ছে সতর্কতা। আগামী তিন মাসের জন্য একাধিক জেলায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতে নির্দেশ দিল নবান্ন। রবিবার মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দিলেন কড়া বার্তা— “সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন।”

সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পরবর্তী তিন মাসের জন্য বাড়তি সতর্কতা জারি করেছে নবান্ন। রবিবার মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, “পরিস্থিতি যতটা না ভয় দেখাচ্ছে, তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুত থাকতে হবে।”

   

কোন কোন জেলায় বাড়তি নজর?

উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা সীমান্ত অঞ্চল

দক্ষিণবঙ্গের সুন্দরবন ও নদীপথ ঘেরা এলাকা

বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা ও ব্লকগুলি

এই অঞ্চলগুলোতে বাড়ানো হচ্ছে নজরদারি ও পুলিশ টহল। বিশেষভাবে নজরে রাখা হচ্ছে প্রত‌্যন্ত ও দুর্গম এলাকা, যেখানে মোবাইল নেটওয়ার্ক বা রুটিন প্রশাসনিক নজর তুলনামূলক কম থাকে।

খাদ্য ও চিকিৎসা— দু’দিকেই প্রস্তুতি West Bengal Security Alert

বৈঠকে প্রতিটি জেলার খাদ্য মজুতের হালচাল খতিয়ে দেখা হয়েছে। কোথাও যেন খাদ্যসঙ্কট তৈরি না হয়, তার আগেই বাড়তি রেশন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সব জেলা হাসপাতালে ইমারজেন্সি পরিষেবা জোরদার করতে বলা হয়েছে। অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে ওষুধ ও জরুরি পরিষেবা— কোথাও যেন ঘাটতি না থাকে।

Advertisements

গুজব ও ভুয়ো খবর নিয়ে কড়া অবস্থান

রাজ্য পুলিশের সমস্ত শাখা ও জেলার পুলিশ সুপারদের কড়া বার্তা— ভুয়ো খবর রটালেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হচ্ছে। WhatsApp বা Facebook-এর মাধ্যমে যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য স্পেশাল মনিটরিং টিম কাজ শুরু করেছে।

যোগাযোগ ব্যবস্থাও নজরে

রেডিয়ো কমিউনিকেশন, মোবাইল টাওয়ার, ইন্টারনেট ব্যাকআপ— এই সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে কোনও এলাকায় যাতে জরুরি যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, তার ব্যবস্থাও আগাম রাখতে বলা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এই প্রস্তুতিকে আপৎকালীন পরিস্থিতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যাতে অভ্যন্তরীণ কোনও অশান্তি বা সীমান্ত-ঘেঁষা কোনও সমস্যা রাজ্যে প্রভাব ফেলতে না পারে।

West Bengal: West Bengal heightens security in border districts (North Bengal hills, Sundarbans, Bangladesh border) for the next three months amid India-Pakistan tensions. Chief Secretary issues “stay alert, stay prepared” directive.