কলকাতা: রাজ্যজুড়ে এখন গরমের দাপট৷ লাফিয়ে চড়ছে পারদ৷ এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে রাজ্যের স্কুলগুলিতে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি৷ (West Bengal school summer vacation)
চড়ছে পারদ West Bengal school summer vacation
চৈত্র মাসের এখনও ১২ দিন বাকি৷ কিন্তু পারদ অন্য কথাই বলছে৷ রাজ্যজুড়ে তীব্র দাবদাহে West Bengal school summer vacationঅতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের ছুটি নিয়ে শিক্ষামহলে জল্পনা চলছিল, এবছর কি নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হবে! সেই জল্পনা সত্যি হল এবং মুখ্যমন্ত্রী আগের বছরের মতোই গরমের ছুটি ঘোষণা করলেন।
শিক্ষা দফতরের সূচি অনুযায়ী, এবছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হওয়ার কথা ছিল এবং ২৩ মে পর্যন্ত চলার কথা ছিল। তবে, রাজ্যের গ্রীষ্মপ্রধান পরিস্থিতি এবং দাবদাহের কারণে এত কম সময়ের ছুটি যথেষ্ট হবে কি না, তা নিয়ে শিক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে, মুখ্যমন্ত্রী ১২ দিন আগেই গরমের ছুটি শুরু করার সিদ্ধান্ত নেন।
কবে স্কুল খুলবে? West Bengal school summer vacation
গত বছরও তীব্র গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি থাকার কথা থাকলেও, ২১ এপ্রিল থেকেই স্কুল বন্ধ হয়ে যায় এবং ২ জুন পর্যন্ত তা স্থায়ী হয়। এবছরও সেই পরিস্থিতি চলে এল, কিন্তু কবে স্কুল খুলবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।
এদিকে, বেশিরভাগ শিক্ষক গরমের ছুটি বাড়ানোর পরিবর্তে স্কুলের সময়সূচি বদলের পক্ষে। তাঁদের দাবি, যদি স্কুলের সময় সকালে শুরু করা যায়, তবে গরমের কষ্ট কিছুটা কমবে এবং পড়াশোনাতেও কোনো বিঘ্ন ঘটবে না। দীর্ঘ ছুটি পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, বিশেষত যারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তাদের পড়াশোনা তেমন চলে না। দীর্ঘ বিরতির পর যখন স্কুল খুলবে, তখন অনেক ছাত্র আগের শেখা বিষয় ভুলে যায়। এছাড়া, দীর্ঘ ছুটির আরেকটি বড় সমস্যা হলো মিড-ডে মিল প্রকল্প বন্ধ হয়ে যাওয়া।
এই পরিস্থিতিতে, শিক্ষক মহলের একাংশ মনে করছেন, স্কুলের সময়সূচি পরিবর্তন করলে শিক্ষার্থীদের পড়াশোনা তেমন বিঘ্নিত হবে না।
West Bengal: West Bengal CM Mamata Banerjee announces early summer vacation for schools from April 30 due to heatwave. Education department adjusts schedule as rising temperatures disrupt daily life. Decision follows discussions on safety amid harsh weather conditions.