WB School Controversy: কাঁথির একটি সরকারি স্কুলের প্রশ্নপত্রে “আম্মা”, “আব্বা”, “চাচা” — এমন শব্দ ব্যবহার ঘিরে ফের উত্তাল বঙ্গ রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এর মাধ্যমে রাজ্যের শিক্ষায় চলছে রাজনৈতিক ও ধর্মীয় তোষণ। ছোট ছাত্রছাত্রীদের মধ্যে পারিবারিক সম্পর্কের নামে ছদ্ম উদ্দেশ্যে চালানো হচ্ছে ‘মগজ ধোলাই’। প্রশ্ন উঠছে, বাংলা শিক্ষায় কি রাজনীতি ঢুকে পড়েছে? এই বিতর্কের সব দিক জানতে দেখে নিন পুরো ভিডিও।
Advertisements