প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্যের নয়া প্রস্তাব

West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process
West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। শিক্ষা দফতরের নয়া প্রস্তাব অনুযায়ী, এবার থেকে টেট (TET) পরীক্ষার গুরুত্ব আরও বাড়ানো হচ্ছে। এতদিন পর্যন্ত টেট পরীক্ষায় বরাদ্দ ছিল মাত্র ৫ নম্বর, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী তা বেড়ে হবে ২৫ নম্বর। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধি পরিবর্তনের এই খসড়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের তুলনায় টেটকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেট পরীক্ষায় পাওয়া নম্বরই এবার থেকে প্রার্থীর যোগ্যতার মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করে তোলাই সরকারের লক্ষ্য।

   

খসড়ায় দেখা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওয়েটেজ নম্বর কমে যাচ্ছে ১০ থেকে ৫-এ।অর্থাৎ, প্রার্থীর স্কুলজীবনের শেষ পর্যায়ের ফলাফলের ওপর নির্ভরতা অনেকটাই কমছে। অন্যদিকে, শিক্ষকতার প্রশিক্ষণ তথা ডিএলএড (D.El.Ed) কোর্সের জন্য নির্ধারিত নম্বরও কমানো হচ্ছে ১৫ থেকে ৫-এ।

এছাড়া, এতদিন শিক্ষক নিয়োগে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি বা সহপাঠ্য ক্রিয়াকলাপের জন্য ৫ নম্বর বরাদ্দ থাকত। যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া, স্বেচ্ছাসেবা ইত্যাদি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে প্রার্থী অতিরিক্ত নম্বর পেতেন। কিন্তু নতুন খসড়ায় সেই সুযোগ সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ, এই বিভাগে আর কোনও নম্বর বরাদ্দ থাকছে না।তবে মাধ্যমিক পরীক্ষার জন্য আগের মতোই ৫ নম্বর বরাদ্দ রাখা হচ্ছে। অর্থাৎ, প্রার্থীর প্রাথমিক শিক্ষাজীবনের ভিত্তি এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্য সরকার। অন্যদিকে, ইন্টারভিউ ও ক্লাসরুম ডেমনস্ট্রেশনের জন্য মোট ১০ নম্বর রাখা হচ্ছে। এর মধ্যে প্রার্থীর শিক্ষা-দক্ষতা, বাচনভঙ্গি, ক্লাস নেওয়ার পদ্ধতি, এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগের ক্ষমতা যাচাই করা হবে।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন