কলকাতা: গরম থেকে কিছুটা স্বস্তি দিতে আসছে বৃষ্টি। আগামী ৫ দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যু-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কিছু জেলায়ও হালকা বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই৷ বৃষ্টির ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমবে বলে আশা করা হচ্ছে৷ West Bengal rain update
কবে কোথায় বৃষ্টি হবে? West Bengal rain update
আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে, যার বেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলাতেও শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রা কেমন থাকবে? West Bengal rain update
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া West Bengal rain update
আজ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া West Bengal rain update
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে ১০ এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতার তাপমাত্রা West Bengal rain update
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C-র কাছাকাছি থাকতে পারে। তাপমাত্রা ২৭°C এর কাছাকাছি থাকবে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯০% এবং ন্যূনতম ৫৭% থাকতে পারে।
West Bengal: South Bengal to experience relief from the heat as rain is expected for the next 5 days (April 2025). Thunderstorms with gusty winds (30-40 km/h) likely. Light showers may occur in North Bengal. Temperatures to stabilize without heatwave risks.