ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও জারি সতর্কতা, কবে থেকে দুর্যোগ?

কলকাতা: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে সরেছে ঝাড়খণ্ডের দিকে। তবে তার প্রভাবে রাজ্যে বৃষ্টির দাপট এখনই কমার নয়। যদিও আজ শনিবার রাজ্যবাসীর জন্য কিছুটা…

West Bengal Rain Forecast

কলকাতা: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে সরেছে ঝাড়খণ্ডের দিকে। তবে তার প্রভাবে রাজ্যে বৃষ্টির দাপট এখনই কমার নয়। যদিও আজ শনিবার রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে—দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু নির্দিষ্ট জেলা ছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের আকাশ সারাদিন মেঘলা থাকবে এবং মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের মতে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

   

আজ শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনা সহ বেশ কিছু জেলা আজ অপেক্ষাকৃত শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু সোমবার, ১৪ জুলাই থেকে ফের দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস।

Advertisements

উত্তরবঙ্গে টানা বৃষ্টির আশঙ্কা West Bengal Rain Forecast

উত্তরবঙ্গেও আজ কিছুটা বিরতি মিললেও, রবিবার থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ১৩ জুলাই থেকে ফের বৃষ্টির দাপট শুরু হবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই প্রবণতা সোমবারও বজায় থাকবে।

উল্লেখ্য, বর্ষার এমন অনিয়মিত আচরণে রাজ্যের নদী অববাহিকা ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।