ফের নিম্নচাপের ভ্রুকুটি! আগামী কয়েকদিন দুই বঙ্গে ভারী বৃষ্টি

কলকাতা: আবারও বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টির আনাগোনা। কোথাও টিপটিপ, কোথাও আবার ঝেঁপে…

heavy downpour in bengal

কলকাতা: আবারও বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টির আনাগোনা। কোথাও টিপটিপ, কোথাও আবার ঝেঁপে – সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই বৃষ্টি আপাতত থামছে না। আগামী ১ জুলাই পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গ – দুই অঞ্চলেই চলবে বৃষ্টির দাপট।

   

ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, রাজ্যে ছড়িয়ে পড়বে প্রভাব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল বরাবর বিস্তৃত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর থেকেই যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে নিম্নচাপ। তার জেরে বাড়বে বৃষ্টিপাত, বাড়বে হাওয়ার গতি।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বজ্রপাত West Bengal Rain Forecast

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃহস্পতিবার থেকে ১ জুলাই পর্যন্ত চলবে বৃষ্টি। কখনও হালকা, কখনও মাঝারি। কিছু এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গেও টানা বর্ষণের পূর্বাভাস

শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও একই ছবি। বৃহস্পতিবার থেকে ১ জুলাই – টানা বর্ষার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে। শুক্রবার থেকে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কোন কোন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা?

আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে। শুক্রবার ভারী বৃষ্টির তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম।

সমুদ্র থাকবে উত্তাল, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

নিম্নচাপের সম্ভাবনার কারণে সমুদ্রেও শুরু হয়েছে অশান্তি। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এলাকায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও তা পৌঁছতে পারে ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত।
হাওয়া অফিস থেকে মৎস্যজীবীদের আজ, বৃহস্পতিবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তাপমাত্রা ও আর্দ্রতা কেমন থাকবে?

তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন নেই। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৭২ শতাংশ। ফলে বৃষ্টির মধ্যেও অনুভূত হবে ভ্যাপসা গরম।