ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির দাপট, ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: উত্তর বাংলাদেশ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি ঘূর্ণাবর্ত কার্যত রাজ্যের আকাশে জমাট বাঁধতে শুরু করেছে। এর জেরে রাজ্যে প্রবেশ করছে ব্যাপক জলীয় বাষ্প,…

West Bengal Rain Forecast

কলকাতা: উত্তর বাংলাদেশ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি ঘূর্ণাবর্ত কার্যত রাজ্যের আকাশে জমাট বাঁধতে শুরু করেছে। এর জেরে রাজ্যে প্রবেশ করছে ব্যাপক জলীয় বাষ্প, যার প্রভাব পড়ছে আবহাওয়ায়। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৩ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে দমকা হাওয়া ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাতও।

   

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা

২১ মে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। ২৩ মে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা।

দক্ষিণবঙ্গেও ছড়াবে বৃষ্টির প্রভাব West Bengal Rain Forecast

২১ মে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ২২ ও ২৩ মে বৃষ্টির পরিমাণ বাড়বে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। ২৪ মে বৃষ্টি পৌঁছাবে দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা ও মেদিনীপুরে। ২৫ মে ফের বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

Advertisements

২০ থেকে ২৫ মে পর্যন্ত কিছুটা স্বস্তির আশ্বাস থাকলেও ২৬ মে থেকে ফের রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে। এই টানা বৃষ্টির জেরে গরমের প্রকোপ কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

দিল্লিতে তাপপ্রবাহ, রেকর্ড ছুঁল বিদ্যুৎ চাহিদা

রাজধানী দিল্লিতে গরমের তীব্রতা চরমে। পশ্চিমী ঝঞ্ঝা ও আরব সাগরের ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া হয়ে উঠেছে অস্বাভাবিকভাবে আর্দ্র, যা তাপমাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতিতে রাজধানীতে বিদ্যুৎ ব্যবহারে দেখা গেল নতুন রেকর্ড—মঙ্গলবার দুপুর ৩টা ১১ মিনিটে চাহিদা পৌঁছায় ৭৪০১ মেগাওয়াটে, যা মরসুমের সর্বোচ্চ। আগের দিন ছিল ৭২৬৫ মেগাওয়াট।

West Bengal: West Bengal gears up for intense rain, thunderstorms, and squally winds until May 25, 2025. Two cyclonic circulations bring widespread moisture, impacting weather across North and South Bengal. Orange alerts issued for northern districts. Get the latest Alipore Meteorological Dept forecast.