কালবৈশাখীর ধাক্কায় নামবে পারদ, কবে থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা?

কলকাতা: বর্ষা আসতে এখনও কিছুটা সময় বাকি। তবে তার আগেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। গরম এবং ভ্যাপসা আবহাওয়ার হাত থেকে আপাতত কিছুটা মুক্তি…

West Bengal Rain Forecast

কলকাতা: বর্ষা আসতে এখনও কিছুটা সময় বাকি। তবে তার আগেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। গরম এবং ভ্যাপসা আবহাওয়ার হাত থেকে আপাতত কিছুটা মুক্তি মিলতে চলেছে রাজ্যবাসীর। বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হচ্ছে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বইতে পারে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

আজ কোথায় কোথায় বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর— সব জেলাতেই আজ রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

   

দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি? West Bengal Rain Forecast

শুধু আজ নয়, আগামী কয়েক দিনও রাজ্যে বজায় থাকবে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের বহু জেলায় আগামী ২২ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষত, শুক্রবার নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, এই টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসবে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে।

উত্তরের বার্তা

উত্তরবঙ্গেও একই রকম চিত্র। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার এই আচমকা পরিবর্তনের কারণে আগামী কয়েক দিন সকলে যাতে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোন, সে পরামর্শই দিয়েছেন আবহাওয়াবিদরা। বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছপালার নিচে দাঁড়ানো থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

West Bengal: Good news for West Bengal! The Alipore Meteorological Department forecasts thunderstorms and gusty winds (50-60 kmph) across South Bengal districts, including Kolkata, starting Thursday. A yellow alert is issued for light to moderate rainfall. Relief from heat expected until May 22.