কলকাতা: ভারতের পূর্ব উপকূলে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গ বৃষ্টির দিক থেকে খানিকটা স্বস্তি পেলেও সপ্তাহান্তে আবার ঘনিয়ে আসছে নিম্নচাপের ছায়া।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটিই আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। এর প্রধান প্রভাব পড়বে ওড়িশার উপকূলে, তবে বাংলার উপকূলীয় জেলাগুলিতেও আংশিক প্রভাব অনুভূত হবে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মঙ্গলবার ও বুধবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই মিলছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এ সময় দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়ার ইঙ্গিত মিলছে।
উত্তরবঙ্গের আবহাওয়া West Bengal Rain Forecast
দক্ষিণবঙ্গ কিছুটা স্বস্তি পেলেও উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি ভিন্ন। আজ, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে।
সারসংক্ষেপে বলা যায়, দক্ষিণবঙ্গ আপাতত দু’দিনের জন্য বৃষ্টির বিরতি পেলেও সপ্তাহান্তেই আবার সক্রিয় হবে নিম্নচাপ। ফলে ওড়িশার পাশাপাশি বাংলার আবহাওয়াতেও ফের ছড়িয়ে পড়বে বৃষ্টির প্রভাব।
West Bengal: A new low-pressure system is forming over the Bay of Bengal, threatening heavy rain in coastal districts of West Bengal this weekend. While South Bengal gets a temporary break from heavy downpours, the monsoon trough is active again, bringing fresh concerns. Stay updated on the latest weather forecast for North and South Bengal, and advisories for fishermen.