কলকাতা: টানা কয়েকদিন ধরেই আকাশে রোদ নেই বললেই চলে। রীতিমতো গুমোট ভাব ও প্রায় প্রতিদিনই বৃষ্টির দেখা মিলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিভেজা সকাল ঘুম ভাঙাচ্ছে শহরবাসীর। বুধবারও তার ব্যতিক্রম নয়। সকাল হতেই মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সপ্তাহ জুড়ে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্কতা জারি করা হয়েছে একাধিক স্তরে (West Bengal Rain Forecast)।
ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার যুগলবন্দি
আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তর বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। সেই সঙ্গে, উত্তর-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখাও গাঙ্গেয় বাংলার উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা পশ্চিমে শ্রীগঙ্গানগর থেকে পূর্বে দিঘা পর্যন্ত বিস্তৃত। এই তিনটি আবহাওয়া উপাদানের সম্মিলিত প্রভাবে গোটা রাজ্য জুড়েই ছড়িয়ে পড়েছে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি
বুধবার দক্ষিণবঙ্গের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে রয়েছে—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা থাকায় হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—এই আট জেলায় আরও একদিনের জন্য হলুদ সতর্কতা বলবৎ থাকবে।
শুক্রবার থেকে সপ্তাহান্ত অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত চলতে পারে। বৃষ্টির এই ধারা আগামী সোমবার পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে সপ্তাহজুড়ে দুর্যোগ
উত্তরবঙ্গে এই সপ্তাহে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। ২ থেকে ৪ অগস্ট পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।
এছাড়া দার্জিলিং, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি শুরু হবে। সপ্তাহান্তে এসব এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার আকাশেও ছায়া দিচ্ছে মেঘ
বুধবার সকালেও মেঘলা আকাশ ও বৃষ্টির হাত ধরে দিন শুরু শহরবাসীর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩০ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ, ন্যূনতম ৮৯ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে সাধারণ মানুষকে।