ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ধাক্কা, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

West Bengal rain forecast কলকাতা: ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা গোটা বাংলার। তাপমাত্রা ঊর্ধ্বমুখী, রাস্তায় বের হলেই ঘেমেনেয়ে একসা! তবে এবার কিছুটা স্বস্তির আশা। হাওয়া অফিস…

West Bengal rain forecast

West Bengal rain forecast

কলকাতা: ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা গোটা বাংলার। তাপমাত্রা ঊর্ধ্বমুখী, রাস্তায় বের হলেই ঘেমেনেয়ে একসা! তবে এবার কিছুটা স্বস্তির আশা। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসে খানিকটা হলেও কমতে পারে তাপমাত্রার দাপট। বৃহস্পতিবার (১৬ মে) থেকে রবিবার (২০ মে) পর্যন্ত রাজ্যের উত্তর ও দক্ষিণ— দুই অংশেই ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলার আকাশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দক্ষিণে ছত্তিসগড় পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই দুটি আবহাওয়াগত উপাদানের মিলিত প্রভাবে রাজ্যের বেশ কিছু অংশে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

   

দক্ষিণবঙ্গের দিকে নজর

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলার পরিস্থিতি নজরে রাখছে আবহাওয়া দফতর।

১৬ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করবে। দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অনেক জায়গায়। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও তা ৫০ থেকে ৬০ কিমিতেও পৌঁছতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও ঝাড়গ্রামে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে।

কবে কোথায় বৃষ্টি? West Bengal rain forecast

পরবর্তী দিনে অর্থাৎ ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দফা চলবে। ১৭ তারিখে মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দুই বর্ধমানে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি হতে পারে। ১৮ মে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। ১৯ ও ২০ তারিখে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে চলবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। যদিও পরিমাণে তা কিছুটা কম হবে আগের দিনের তুলনায়।

কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আজ কলকাতায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে দুপুর ও বিকেলের দিকেই।

শহরের তাপমাত্রাও কিছুটা ওঠানামা করছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য ০.৫ ডিগ্রি কম। অর্থাৎ তাপমাত্রা খুব একটা না বাড়লেও, আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও রয়ে গিয়েছে।

West Bengal: Relief from heat! Chance of storms and rain across West Bengal from May 16th to 20th. Forecast includes moderate rainfall in Kolkata, Purulia, Murshidabad, and other South Bengal districts. Get the latest weather updates.