নবান্নে বড় রদবদল, ছয় জেলায় নতুন পুলিশকর্তা নিযুক্ত

রাজ্যের পুলিশ (West Bengal Police) প্রশাসনে ফের রদবদল। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলা ও কমিশনারেট স্তরে শীর্ষকর্তাদের পদে পরিবর্তন আনা…

https://kolkata24x7.in/wp-content/uploads/2025/03/police-1.jpg

রাজ্যের পুলিশ (West Bengal Police) প্রশাসনে ফের রদবদল। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলা ও কমিশনারেট স্তরে শীর্ষকর্তাদের পদে পরিবর্তন আনা হয়েছে। সব মিলিয়ে ৬টি জেলা পুলিশ এবং কমিশনারেটে নতুন পুলিশ সুপার (এসপি) ও ডেপুটি কমিশনার (ডিসি)-দের দায়িত্ব বণ্টন করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে এই বদলিকে “রুটিন ট্রান্সফার” বলা হলেও বিশেষজ্ঞ মহলের মতে, ডায়মন্ড হারবার এবং বারাকপুরের মতো স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কালিম্পংয়ে নতুন এসপি অপরাজিতা রাই

   

কালিম্পং জেলার পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট সিকিউরিটি (এসএস), আইবি শাখায়। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন উত্তরবঙ্গের শিলিগুড়ির এসএস, আইবি-র দায়িত্বে থাকা অপরাজিতা রাই। ফলে কালিম্পং জেলার পুলিশ প্রশাসনের নেতৃত্বে এ বার মহিলা অফিসার আসীন হলেন।

ডায়মন্ড হারবারে নতুন পুলিশ সুপার বিশপ সরকার

ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামীকে বদলি করে পাঠানো হয়েছে ডাবগ্রামের র‌্যাফের সিও পদে। তাঁর পরিবর্তে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (উত্তর) পদে কর্মরত বিশপ সরকারকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার জেলার এসপি হিসাবে।

হাওড়া ও শিলিগুড়ির ডিসি পদে পরিবর্তন

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুরকে স্থানান্তরিত করে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (উত্তর) করা হয়েছে। অন্যদিকে, শিলিগুড়ির ট্রাফিক বিভাগের নতুন ডিসি পদে দায়িত্ব নিলেন কাজি সামসুদ্দিন আহমেদ।

বারাকপুর কমিশনারেটে অম্লান কুসুম ঘোষ

Advertisements

ডায়মন্ড হারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হিসেবে দায়িত্বে থাকা অম্লান কুসুম ঘোষকে পদোন্নতি দিয়ে আনা হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) পদে। বারাকপুর কমিশনারেট দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলার চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই নতুন দায়িত্বে ঘোষকে সেখানে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

আইনশৃঙ্খলার নজরে ডায়মন্ড হারবার ও বারাকপুর

যদিও নবান্ন এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক পদক্ষেপ বলেই দাবি করছে, বিশেষজ্ঞ মহলের মতে এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির চাপ। ডায়মন্ড হারবার দীর্ঘদিন ধরেই দক্ষিণবঙ্গের একটি সংবেদনশীল জেলা হিসাবে পরিচিত। অন্যদিকে বারাকপুর শিল্পাঞ্চল ঘেঁষা হওয়ায় সেখানে শ্রমিক অসন্তোষ এবং গোষ্ঠী দ্বন্দ্বের মতো ইস্যুতে পুলিশ প্রশাসনকে বারবার হিমশিম খেতে হয়েছে। সেই কারণেই এই দুই জায়গার শীর্ষ পদে দায়িত্ব অদলবদলকে তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা।

নতুন দায়িত্বে দ্রুত যোগদান

নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা খুব দ্রুতই তাঁদের নিজ নিজ পদে যোগ দেবেন। জেলার সাধারণ মানুষও নতুন পুলিশ সুপার ও ডিসি-দের থেকে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা করছেন।

সব মিলিয়ে, এবারের নবান্নের এই পদক্ষেপকে শুধুমাত্র প্রশাসনিক রদবদল হিসেবে দেখা হলেও এর মধ্যে লুকিয়ে আছে জেলার আইনশৃঙ্খলার প্রতি বিশেষ কৌশলগত দৃষ্টি। নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলাতে পারেন, এখন সেদিকেই নজর রাজ্যের।