Breaking News: কোলাঘাটে শুভেন্দুর অফিসে রাজ্য পুলিশের হানা

কোলাঘাটে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে হানা দিল রাজ্য পুলিশ। আজ, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের একটি টিম বিরোধী দলনেতার কোলাঘাটের অফিসে হানা দেয়। এই…

Suvendu-Adhikari

কোলাঘাটে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে হানা দিল রাজ্য পুলিশ। আজ, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের একটি টিম বিরোধী দলনেতার কোলাঘাটের অফিসে হানা দেয়। এই তল্লাশির প্রতিবাদে কোলাঘাট থানা ঘেরাও করেছে বিজেপির কর্মী-সমর্থকরা। 

পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওখানে যাওয়া হয়েছিল। এক দুষ্কৃতীর খোঁজে ওখানে গিয়েছিল পুলিশ। এই রেডের ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আইপ্যাকের লোক নিয়ে পুলিশ ঢুকেছিল আমার কার্যালয়ে। 

   

তিনি বলেন, আমার হাইকোর্ট থেকে বিশেষ ‘রক্ষাকবচ’ নেওয়া আছে। এভাবে আমার অফিসে তল্লাশি চালানো যায় না। হাইকোর্ট থেকে বিশেষ অনুমোদন নিতে হয়। এর আগেও ভাইপোর নির্দেশে আমার বাবা-মাকে হেনস্থা করা হয়েছিল বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

এদিন সকাল থেকেই খবরে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা। তবে এবার আর গাড়ি থেকে নামেননি নন্দীগ্রামের বিধায়ক। দ্রুত এলাকা ছাড়ে শুভেন্দুর কনভয়।

Abhijit Ganguly: ‘সেন্সর’ নির্দেশে মানহানি, কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার ভাবনায় অভিজিৎ

তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজ, মঙ্গলবার নন্দীগ্রামে জনসংযোগ যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু। সামসাবাদে তাঁর উদ্দেশ্যে ‘চোর-চোর’ স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, হাতি বাজারে চললে পেছনে অনেকেই চিৎকার করবে!

এদিন বিকেলে কেশপুরের বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। জনসভা করতে যাওয়ার পথে বেশ কয়েকজন তাঁর পথ আটকে দাঁড়ায়। গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান শুভেন্দু। পুলিশকেও হুমকি দেন তিনি।

Flight Accident: ২১১ জন যাত্রী নিয়ে বিরাট দুর্ঘটনার মুখে বিমান! জরুরি অবতরণ, মৃত্যু একজনের

সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের উদ্দেশে শুভেন্দু এক রাশ বিরক্তির সুরে বলেন, যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। সাধারণ মানুষের করের টাকায় বেতন পান, লজ্জা লাগে না! একটা কারও গাড়িতে যদি ঢিল পড়ে, দফারফা করে দিয়ে চলে যাব।

তিনি আরও বলেন, জেনে রাখো ভোট হবে। আমাকে ওসব ধমকে লাভ নেই। তাঁর গাড়ির পিছনে যাওয়া এক বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার।

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান, কী করলেন বিরোধী দলনেতা?

এদিন সভা শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে পুলিশকর্মীদের উদ্দেশ্যে হুঙ্কার দেন তিনি। কেশপুর থানার ওসির উদ্দেশে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ধৃতিমানের বদলি হয়েছে। ওসি কেশপুরেরও বদলি হবে। ওসি কেশপুরকে বলে গেলাম…অনেক বাড় বেড়েছে আপনার।