প্রতিবাদের বিকেলে লাঠিচার্জ, পুলিশি আক্রমণে ‘ডিফেন্স’ শক্ত করল মোহন-ইস্ট

আর জি কর কাণ্ডের (RG.Kar) প্রতিবাদে রবিবার সল্টলেক স্টেডিয়ামের সামনে বিরাট মিছিল করল ফুটবলপ্রেমী মানুষ। আর এই মিছিলেই মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা সমবেত কন্ঠে দোষীদের হত্যার বিচার…

RG Kar protest of Football fans Police lathicharge

আর জি কর কাণ্ডের (RG.Kar) প্রতিবাদে রবিবার সল্টলেক স্টেডিয়ামের সামনে বিরাট মিছিল করল ফুটবলপ্রেমী মানুষ। আর এই মিছিলেই মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা সমবেত কন্ঠে দোষীদের হত্যার বিচার চায়। কিন্ত পরিস্থিতি অবনতি হতে গোটা এলাকায় মোতায়েন করা হয় রাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবাদী সমর্থকদের ওপর লাঠিচার্জ করা হয় বলেও জানিয়ে গিয়েছে। রবিবার বিকেলে সল্টলেক স্টেডিয়াম চত্বরে জমায়েতের পরিকল্পনা করে ফুটবলপ্রেমীরা। দলে দলে যোগ দিতে থাকেন মোহন-ইস্ট ও মহামেডানের সমর্থকেরা।

‘আপনি আমাদের আদর্শ, এই জঘন্য ঘটনাটাকে…’ সৌরভ গাঙ্গুলীকে তীব্র আক্রমণ স্বস্তিকার

   

পরিস্থিতি আঁচ করতে পেরেই গোটা এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। সঙ্গে রাফ। 

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এআইএফএফ প্রেসিডেন্ট তথা বিজেপি নেতা কল্যান চৌবে। চেষ্টা করেও  মিছিল সরাতে পারেনি পুলিশ। আবার বেঙ্গল কেমিক্যালের দিক থেকে যুবভারতীর দিকে মিছিল শুরু হয়েছে। রয়েছেন তিন প্রধান দলের সমর্থকেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধান দলগুলির বেশ কিছু সমর্থককে আটক করেছিল পুলিশ।

বাংলাদেশের মতো চক্রান্ত, মমতার পদত্যাগ চাইলেই আঙুল ভেঙে দেব, ফের বিতর্কিত মন্তব্যে উদয়নের

পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখান দু’দলের সমর্থকেরা। শেষ পর্যন্ত আটক সমর্থকদের ছাড়িয়ে নিল বিক্ষোভকারীরা।

ঘটনাস্থলে পুলিশের লাঠির ঘায়ে অনেকে আহত হয়েছেন। মহিলা সমর্থকদের ওপরও পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এছাড়াও এদিন শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা। উল্টোডাঙা, কৈখালি ও রুবির মোড়ে প্রতিবাদে ঢল নামে মানুষের।

আরজি কর কাণ্ডে জড়ালো সায়নীর নাম, ‘বন্ধ করুন অপপ্রচার’, আর্জি শিল্পীর

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সমবেত কন্ঠে ‘হায় হায় পুলিশ” রব ওঠে। প্রতিবাদে ঐক্য দেখাতে নিজেদের পতাকা বদল করে মোহন-ইস্টবেঙ্গল সমর্থকেরা। সমবেত গলায় জাতীয় সঙ্গীত গাইলেন তাঁরা।