দুলাল সরকারকে (Dulal Sarkar death) খুনে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্ত মালদা (Maldah) তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা। দুজনেই তৃণমূল কাউন্সিলরকে খুন করতে বাবলু যাদবদের ৫০ লক্ষ টাকার সুপারি দিয়েছিল। খুনের আগে রেকি করে দুষ্কৃতীরা। বুধবার এমনটাই জানায় রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা সুপ্রতীম কর্মকার (Supratim Karmakar)। গোটা ঘটনায় স্বপন শর্মাকেই মূল চক্রী হিসেবে অভিহিত করেছে পুলিশ।
তবে এখনও পর্যন্ত আততায়ী কৃষ্ণ রজক ও বাবলু যাদব ধরা পড়েনি পুলিশের জালে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছে এডিজি আইন শৃঙ্খলা। তবে মূলত রাজনৈতিক কারণেই এই খুনের পরিকল্পনা করা হয়েছিল বলেই মনে করছে পুলিশ। তবে তারা দুজনেই গ্রেফতারের ভয় পেয়ে গা ঢাকা দিয়েছেন। রাজ্য পুলিশ তাদের ধরিয়ে দেওয়ার জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
এই ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষের মধ্যে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। কৃষ্ণ রজকের স্ত্রীর দাবি, তিনি গোটা ঘটনাটি সম্পর্কে কিছু জানতেন না। তবে তার মতে, যদি তার স্বামী বা অন্য কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তারা দোষী এবং তাদের শাস্তি হওয়া উচিত।